Coronavirus| বাউল গানে করোনার সচেতনতা প্রচার করলেন বাউল শিল্পী স্বপন দত্ত

Last Updated:

Coronavirus| পেশায় বাউল শিল্পী স্বপন দত্ত রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত।

#নদিয়া: করোনায় (coronavirus) জর্জরিত গোটা দেশ তথা পৃথিবী। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সংক্রমণ রুখতে সরকার থেকে আনা হয়েছিল বিভিন্ন বিধি নিষেধ। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই ডাকা হয়েছিল লকডাউন। দ্বিতীয় ঢেউয়ে মানুষ দেখেছিল মৃত্যুর পাহাড়। সেই রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। ডাক্তার থেকে বিজ্ঞানীরা মনে করছেন তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যেই নেওয়া হচ্ছে তার জন্য বিভিন্ন পদক্ষেপ।
করোনার তৃতীয়(coronavirus)   ঢেউ আছড়ে পড়ার আশংকা ইতিমধ্যে বেড়েই চলেছে। সেই কারণে বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্তর। জানা যায় বিখ্যাত বাউল শিল্পীর বাড়ি বর্ধমান জেলায়। করোনার প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল সারাদেশে। তখন সাধারণ মানুষকে সচেতন করতে বেরিয়ে পড়েন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বাউল গানের মধ্যে দিয়ে প্রচার অভিযান চালান বাউল শিল্পী স্বপন দত্ত (Swapan Dutta) । এবারও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশংকা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। নদিয়ার (Nadia) শান্তিপুরের বিভিন্ন বাজার সহ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে করোনার সচেতনতার গান গাইলেন রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত বাউল শিল্পী। এছাড়াও বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকেও সচেতন করলেন বাউল গানের মধ্যে দিয়ে।
advertisement
শিল্পী স্বপন দত্ত জানান, করোনার(coronavirus)  তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তাহলে সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা শিশুদের মধ্যে। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই রাস্তায় ঘুরে ঘুরে আমার এই বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতা প্রচার, যাতে মানুষ সতর্ক হতে পারে এছাড়াও মুখে মাস্ক পরে। আমি বাউল গানের মধ্য দিয়ে সবাইকে সচেতন করছি,  মুখে মাস্ক পড়তে এবং দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছি। কারন আপনাদের মধ্যে নতুন করে কেউ যদি করোনায় আক্রান্ত হন তাহলে আপনার পরিবারের শিশুরা আক্রান্ত হবে। আপনারা সুরক্ষিত থাকলেই শিশুরাও সুরক্ষিত থাকবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ শিশুরাই।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Coronavirus| বাউল গানে করোনার সচেতনতা প্রচার করলেন বাউল শিল্পী স্বপন দত্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement