পরপর তিন বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাটট্রিক করলেন শান্তিপুরের যুবক অনুপম সরকার
- Published by:Pooja Basu
Last Updated:
বীর জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেন অমর জওয়ান জ্যোতি
শান্তিপুর: পরপর তিন বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাটট্রিক করলেন বাঙালি যুবক অনুপম সরকার। বাঙালি যখন জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে মাসির বাড়িতে আগমন নিয়ে আনন্দে মেতে উঠেছেন। তখনই পত্র বাহক ওই দিনই এক গ্রামের বাঙালি যুবকের হাতে পৌঁছে দিলেন তার কর্মকাণ্ডের সাফল্যের আনন্দবার্তা। তিনি পেশায় বাচিক শিল্পী। নদিয়ার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে তার বাড়িতে বসে এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগেও তার প্রতিভার অনেক নিদর্শন দেখিয়েছেন তিনি। ২০১৮ সালে তিনি প্রথম স্ট্যাপলার পিন দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ শেকল অর্থাৎ চেন তৈরি করে এই রেকর্ডের অংশীদারি হন। তার দাবি শৃঙ্খলা পরায়ন ভাবে সারা দেশের সর্ব ধর্মের মানুষকে এক সাথে বাঁধার উদ্দেশ্য নিয়ে তারে উপস্থাপনা।
পরবর্তীতে ২০১৯ সালে আপেলের বীজ দিয়ে সর্ববৃহৎ মালা তৈরি করে দ্বিতীয়বারের জন্য এই স্বীকৃতি লাভ করেন গিনিস বুকে। এরপর ২০২০ সালে বীর জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেন অমর জওয়ান জ্যোতি। এবং তৃতীয় বারের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড সর্বোচ্চ ২২৭২৯০ টি দেশলাই কাঠি দিয়ে এই প্রতীক তৈরি করে সর্বোচ্চ রেকর্ড অধিকারী হন এবং পরপর তিনবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড সবোর্চ্চ রেকর্ড করে তিনি সাফল্যের হ্যাটট্রিক করলেন। তবে অনুপমের এই একের পর এক সাফল্যে এবার প্রশংসায় পঞ্চমুখ হলেন টলিউডের সিনেমা জগতের বিভিন্ন সেলিব্রিটিরা। বিশিষ্ট কৌতুক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ভিডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। এছাড়াও অভিনেতা রজতাভ দত্ত। বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীরা তাদের শুভেচ্ছাবার্তা পাঠালেন ভিডিও ক্লিপের মাধ্যমে।
view commentsLocation :
First Published :
July 26, 2021 9:44 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
পরপর তিন বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হ্যাটট্রিক করলেন শান্তিপুরের যুবক অনুপম সরকার