Murshidabad- হরিহরপাড়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের। গ্রেপ্তার ৪ দুষ্কৃতী, দৌলতাবাদেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার

Last Updated:

হরিহরপাড়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের। ডাকাতির আগেই গ্রেফতার ৪ দুষ্কৃতী, দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ 
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ 
কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলাতে বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদ জেলার দুই জায়গায় পৃথক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেলো পুলিশ। ডাকাতি করার আগেই চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরুপপুর ছাতিমতলা আমবাগান সংলগ্ন এলাকায়।
অন্যদিকে, দৌলতাবাদ থানা এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুইজনকে গ্রেপ্তারকরল দৌলতাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি সহ পুলিশকর্মীরা হানা দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তারকরে। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার মধ্য রাতে হরিহরপাড়ার স্বরুপপুর ছাতিমতলা আমবাগান সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৬ থেকে ৭ জন দুষ্কৃতীরা জড়ো হয়েছিল ওই ডাকাত দলের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পলাতক। মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রবিউল শেখ , মিরাজুল সেখ দুজনের বাড়ি নতুন স্বরুপপুর , ও রাজিকুল শেখ, সিরাজ শেখ, দুজনের বাড়ি রুকুনপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কাটারি, রড, শাবল। শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়।
advertisement
অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার নারায়নপুর কাল ভাটের কাছে তল্লাশি চালায় দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ সহ তার টিম। ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটক করা হয় দুই যুবককে। দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সার্টার পিস্তলসহ তিন রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শফিকুল ইসলাম ও পিন্টু শেখ। শফিকুল ইসলামের বাড়ি দৌলতাবাদের দুর্গানগর এলাকায়, পিন্টু শেখ এর বাড়ি দৌলতাবাদের কেয়াতলা এলাকায়। ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হলে বিচারপতির কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। কি কারণে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জড়ো হয়েছিল, তার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার দুই জায়গায় পৃথক অভিযানে বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Murshidabad- হরিহরপাড়ায় ডাকাতির ছক বানচাল পুলিশের। গ্রেপ্তার ৪ দুষ্কৃতী, দৌলতাবাদেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement