Murshidabad: বিকেলের বর্ষণে তীব্র গরম থেকে স্বস্তি মুর্শিদাবাদবাসীর

Last Updated:

আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিল, চৈত্র মাসের শেষ দিনে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী জেলাতে শিলাবৃষ্টি হবে।

বৃহস্পতিবার বিকেলে বহরমপুরে শিলাবৃষ্টি
বৃহস্পতিবার বিকেলে বহরমপুরে শিলাবৃষ্টি
কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, অবশেষে মুর্শিদাবাদ জেলাতে বৃহস্পতিবার বিকেলে হল শিলাবৃষ্টি। চৈত্র মাসের তীব্র তাপ প্রবাহের ফলে নাজেহাল ছিল জেলাবাসী । চৈত্র মাসের শেষ দিনে এই শিলাবৃষ্টি হল মুর্শিদাবাদ জেলাতে । বৃহস্পতিবার বিকাল থেকেই মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর সহ কান্দি, ডোমকল লালবাগ সহ বিস্তির্ন এলাকায় এই বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিল, চৈত্র মাসের শেষ দিনে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী জেলাতে শিলাবৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী এই শিলাবৃষ্টি হতেই খুশি মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ।চৈত্র মাসের শেষে তীব্র তাপ প্রবাহের জেরে হাঁসফাস করছিল গোটা জেলার মানুষ। তবে এই বৃষ্টির ফলে সাধারণ মানুষ খুশি হয়েছেন। বছরের শেষ দিনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই। যদিও চৈত্র মাসের শেষ দিনে, হঠাৎ এই শিলাবৃষ্টি ফলে সমস্যায় পড়তে হয় শিব ভক্তদের। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চড়ক উপলক্ষে বসে মেলা। আয়োজন করা হয় চড়ক পুজোর। কিন্তু সেই পূজো সহ মেলার কিছুটা হলেও বাঁধ সাজে। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর সহ বিভিন্ন জায়গায় চড়ক মেলা বসে। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।কিন্তু হঠাৎই এই বৃষ্টির ফলে তা কিছুটা ম্লান হয়ে যায়। জেলা শহরবাসী প্রদীপ চৌধুরীর কথায়, তীব্র দাবদহে নাজেহাল ছিলাম। একটু বৃষ্টির অপেক্ষায় ছিলাম। বৃহস্পতিবার বিকাল হতেই শিলাবৃষ্টি হতেই খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তবে আরও বেশি বৃষ্টি হলে বেশি খুশি হতাম।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Murshidabad: বিকেলের বর্ষণে তীব্র গরম থেকে স্বস্তি মুর্শিদাবাদবাসীর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement