Siliguri News|| শিলিগুড়ির তনুশ্রী যেন রূপোলি পর্দার 'শবরী'! মহিলা পুরোহিতের হাতে সম্পন্ন প্রথম বিয়ে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: মেয়েদের ঋতুস্রাব চলাকালীন পুজোর জায়গায় প্রবেশ করা বা পুজোর সামগ্রীতে হাত দেওয়া ছিল নিষেধ। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই বাধাগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে সমাজের সর্বস্তরের মহিলারা।
#শিলিগুড়ি: ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার অভিনীত, অরিত্র মুখোপাধ্যায় দ্বারা পরিচালিত সিনেমা 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' মুক্তি পাওয়ার পর থেকেই যেন বাঙালিদের মধ্যে এক সচেতনার উণ্মোচন হয়। মহিলা পুরোহিত, মহিলা মৃৎশিল্পী, মহিলা দ্বারা আয়োজিত পুজো, মহিলা পুরোহিত দ্বারা পুজো, এসব যেন ধীরে ধীরে সমাজে বৃহত্তর জায়গা নিতে শুরু করে। মেয়েদের ঋতুস্রাব চলাকালীন পুজোর জায়গায় প্রবেশ করা বা পুজোর সামগ্রীতে হাত দেওয়া ছিল নিষেধ। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই বাধাগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে সমাজের সর্বস্তরের মহিলারা।
শিলিগুড়িতে মহিলা পুরোহিতের কথা হয়ত অনেকেই শুনেছেন। তবে মহিলা পুরোহিত দ্বারা আয়োজিত বিয়ে বা বিয়ের মন্ত্র উচ্চারণ করতে শুনেছেন কি কখনও? হয়ত না! কিন্তু এবার শিলিগুড়ির এক দম্পতিকে সারাজীবনের বাঁধনে বাঁধলেন এক মহিলা পুরোহিতই। তাঁর নাম তনুশ্রী চক্রবর্তী। শিলিগুড়ি শহরেই পার্থপ্রীতম রায় এবং তনিমা পালের চার হাত এক করলেন তনুশ্রীদেবী।
advertisement
'যদিদং হৃদয়ং মম! তদস্ত হৃদয়ং তব!' এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সাতজন্মের জন্য দু'জনকে এক করলেন তনুশ্রীদেবী। জানা গিয়েছে, চলতি বছরে তিনি শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে সরস্বতী পুজো করেন। শিলিগুড়িতে এই নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটালেন তনুশ্রীদেবী। ফেব্রুয়ারি মাসে আরেকটি বিয়ে করানোর আবেদন পেয়েছেন তিনি।
advertisement
পাত্রী তনিমা পালের বাবা ভবতোষ পাল মূলত সামাজিক বার্তা এবং পুরোনো দিনের ভাবনাকে মুছে ফেলতে এই বিশেষ ভাবনাকে আপন করেন। তিনি ঠিক করেন, তনুশ্রীদেবীকে দিয়েই তিনি মেয়ের বিয়ে দেবেন। এতে তাঁর সঙ্গে ছিল পাত্রপক্ষ ও গোটা পরিবার। পাত্রপাত্রী বিয়ের পিঁড়িতে বসার আগে তনুশ্রীদেবী বলেন, 'আমার আজ নিজের বড় পিসির কথা বড্ড মনে পড়ছে। তাঁর থেকে উৎসাহ পেয়েছি এই কাজ করার। তাঁর আশীর্বাদ নিয়েই আমি এগোবো।'
advertisement
সমাজে এই নতুন ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সময় লাগবে। প্রথমেই মানুষ এই ভাবনাকে বাস্তবভাবে নেবেন না। অনেকের মনে হয়ত অনেকধরনের প্রশ্ন জাগতে পারে। কিন্তু সেইসবে কান না দিয়ে সমাজে অনন্য বার্তা দিতে চান তনুশ্রীদেবী। তনামির পরিবারেরও একই মত, 'প্রথমদিকে মহিলা পুরোহিতের কথা শুনে অনেকের মুখ কালো হয়ে গিয়েছিল। কিন্তু অনেকেই আবার বিষয়টিকে নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন।'
advertisement
ওই যে কথায় রয়েছে না? লোকে কী ভাবল, তা যদি আমরা ভাবি! তাহলে লোকে কী ভাববে? এই বার্তাকেই মান্যতা দিয়ে এগিয়ে চলেছেন তনুশ্রীদেবী। পরবর্তীতেও তাঁর পথ অনেকেই অনুসরণ করবেন বলে মনে করছেন শহরবাসী।
Vaskar Chakraborty
Location :
First Published :
November 23, 2021 11:04 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Siliguri News|| শিলিগুড়ির তনুশ্রী যেন রূপোলি পর্দার 'শবরী'! মহিলা পুরোহিতের হাতে সম্পন্ন প্রথম বিয়ে