অবশেষে ভ্যাকসিন পেল তিস্তা নদীর চরবাসীরা, খুশি এলাকাবাসীরা

Last Updated:

অবশেষে ভ্যাকসিন পেল তিস্তা নদীর চরে অবস্থিত বাহিরচর এলাকার অনেক বৃদ্ধ-বৃদ্ধা সহ সাধারণ বাসিন্দারা।

ভ্যাকসিন পেয়ে খুশি তিস্তা নদীর চরবাসীরা
ভ্যাকসিন পেয়ে খুশি তিস্তা নদীর চরবাসীরা
ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: অবশেষে ভ্যাকসিন (covid vaccine) পেল তিস্তা নদীর চরে অবস্থিত বাহিরচর এলাকার অনেক বৃদ্ধ-বৃদ্ধা সহ সাধারণ বাসিন্দারা। বিগত কয়েকদিন আগে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারীর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর চরে  অবস্থিত বাহিরচর এলাকার প্রায় শতাধিক মানুষ এসেছিলেন বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন (covid vaccine) নিতে। কিন্তু তাঁদের হাতে আশা কর্মীদের দেওয়া কোন টোকেন ছিল না। সেকারণেই নিতান্তই তাঁদের ভ্যাকসিন (covid vaccine) ছাড়াই ফিরে যেতে হয়।
অবশেষে বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় এবং এলাকার বাসিন্দাদের সহযোগিতায় চরের মানুষদের পরবর্তীতে টোকেন (token) পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেইমতো এদিন তাঁরা নৌকায় চড়ে তিস্তা নদী পেরিয়ে এমনকি ঠাসা বালুরচর পায়ে হেঁটে ভ্যাকসিন (covid vaccine) নিতে আসেন। আর ভ্যাকসিন (covid vaccine) নিতে পেরে অনেকটাই খুশি প্রকাশ করলেন তিস্তার চরে বসবাসকারী অনেক বাসিন্দারা।
advertisement
এরকমটাই জানালেন তিস্তার চরে বসবাসকারী ৬০ বছরের ঊর্ধ্ব নিমাই বিশ্বাস ও দশরথ সরকাররা। তাঁরা বলেন, 'তিস্তা নদীর চরের শুকনো বালুর উপর দিয়ে পায়ে হেঁটে তারপর নৌকায় চড়ে অনেকটাই কষ্টের মধ্য দিয়ে এসেছি ভ্যাকসিন নিতে।' ছাতা মাথায় ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থেকে তাঁরা আরও বলেন, 'প্রচন্ড রোদ এবং শুকনো বালুরচর পায়ে হেঁটে ক্লান্ত হলেও ভ্যাকসিন নিতে পেরে অনেকেটা স্বস্তি পেলাম।'
advertisement
advertisement
এ ব্যাপারে বোয়ালমারীর নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফিমেল মাল্টিপারপাস স্টাফ অনুপমা সরকার বলেন, 'বাহিরচরের বেশ কিছু মানুষ কয়েকদিন আগে ভুলবশত টোকেন ছাড়াই ভ্যাকসিন নিতে এসেছিল। তাই তাঁদের কথা মাথায় রেখে বর্তমানে ভ্যাকসিনের নির্দিষ্ট তারিখগুলিতে চরের মানুষদের ভ্যাকসিন (covid vaccine) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।'
view comments
বাংলা খবর/ খবর/Local News/
অবশেষে ভ্যাকসিন পেল তিস্তা নদীর চরবাসীরা, খুশি এলাকাবাসীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement