বন্যা বিধ্বস্ত আমতার পাশে সেচ্ছাসেবী সংগঠনগুলি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ডিভিসির ছাড়া জলে বন্যা বিধ্বস্ত আমতার পাশে জেলার সেচ্ছাসেবী সংগঠনগুলি।
গত কয়েকদিন আগের এক টানা বৃষ্টি ও ডি . ভি . সি - র ছাড়া জলে প্লাবিত হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা । একটানা বৃষ্টিতে সেভাবে কোনো প্রভাব না পড়লেও পরে ডি . ভি . সি - র ছাড়া জলে প্রবল বন্যা পরিস্থিতির সম্মুখীন হয় হাওড়ার আমতা ২ এর বিস্তীর্ণ এলাকা । প্রবল জলস্রোতে ভেঙে পড়ে মাটির বাড়ি , রাস্তা ঘাট , প্লাবিত হয় গ্রামের পর গ্রাম , বিঘের পর বিঘে চাষজমি । ভেসে যায় বহু নিত্য প্রয়োজনীয় জিনিসও । নিজের শেষ সম্বলটুকুও হারিয়ে কপর্দক - শূন্য হয়ে পড়েন বহু মানুষ । আশ্রয় নেন ত্রান শিবিরে ।
প্রশাসনের তরফ থেকে গঠন করা ত্রাণশিবিরগুলিতে বন্যা কবলিত এলাকার মানুষদের সব রকম সুবিধার ব্যবস্থা করা হয় । বন্যার ব্যাপকতা দেখে সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকে এগিয়ে আসার অনুরোধও জানানো হয় । সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে হাওড়া জেলায় যৌথ পরিবেশ মঞ্চ , শ্যামপুর স্বপ্নের তরী , সোশ্যাল বাইকার্স , সাহায্যের হাত বাড়িয়ে দাও মানুষের পাশে দাঁড়াও এর মতো সেচ্ছাসেবী সংগঠনগুলি । এগুলির মধ্যে প্রথম তিনটি সংগঠন একযোগে গত তিনদিন ধরে হাওড়ার আমতায় বন্যা দুর্গতদের মধ্যে কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার বিতরণ করছে ।
advertisement
অন্যদিকে \" সাহায্যের হাত বাড়িয়ে দাও মানুষের পাশে দাঁড়াও \" সেচ্ছাসেবী সংগঠনটি হাওড়ার আমতা , উদয়নারায়নপুর ও হুগলির খানাকুলে হাটু সমান জলের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বন্যা দুর্গতদের মধ্যে মুড়ি , চিড়ে , বিস্কুট , পানীয় জল , শুকনো খাবার ও শিশুখাদ্য বিতরণ করেছে । বন্যা মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির এরূপ এগিয়ে আসা বহু প্রশংসা লাভ করেছে জেলার বিশিষ্ট মহলে । দুঃসময়ে মানুষ যে এখনো মানুষের পাশে রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ।
advertisement
Location :
First Published :
August 09, 2021 7:32 PM IST