বন্যা বিধ্বস্ত আমতার পাশে সেচ্ছাসেবী সংগঠনগুলি

Last Updated:

ডিভিসির ছাড়া জলে বন্যা বিধ্বস্ত আমতার পাশে জেলার সেচ্ছাসেবী সংগঠনগুলি।

গত কয়েকদিন আগের এক টানা বৃষ্টি ও ডি . ভি . সি - র ছাড়া জলে প্লাবিত হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা । একটানা বৃষ্টিতে সেভাবে কোনো প্রভাব না পড়লেও পরে ডি . ভি . সি - র ছাড়া জলে প্রবল বন্যা পরিস্থিতির সম্মুখীন হয় হাওড়ার আমতা ২ এর বিস্তীর্ণ এলাকা । প্রবল জলস্রোতে ভেঙে পড়ে মাটির বাড়ি , রাস্তা ঘাট , প্লাবিত হয় গ্রামের পর গ্রাম , বিঘের পর বিঘে চাষজমি । ভেসে যায় বহু নিত্য প্রয়োজনীয় জিনিসও । নিজের শেষ সম্বলটুকুও হারিয়ে কপর্দক - শূন্য হয়ে পড়েন বহু মানুষ । আশ্রয় নেন ত্রান শিবিরে ।
প্রশাসনের তরফ থেকে গঠন করা ত্রাণশিবিরগুলিতে বন্যা কবলিত এলাকার মানুষদের সব রকম সুবিধার ব্যবস্থা করা হয় । বন্যার ব্যাপকতা দেখে সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকে এগিয়ে আসার অনুরোধও জানানো হয় । সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে হাওড়া জেলায় যৌথ পরিবেশ মঞ্চ , শ্যামপুর স্বপ্নের তরী , সোশ্যাল বাইকার্স , সাহায্যের হাত বাড়িয়ে দাও মানুষের পাশে দাঁড়াও এর মতো সেচ্ছাসেবী সংগঠনগুলি । এগুলির মধ্যে প্রথম তিনটি সংগঠন একযোগে গত তিনদিন ধরে হাওড়ার আমতায় বন্যা দুর্গতদের মধ্যে কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার বিতরণ করছে ।
advertisement
অন্যদিকে \" সাহায্যের হাত বাড়িয়ে দাও মানুষের পাশে দাঁড়াও \" সেচ্ছাসেবী সংগঠনটি হাওড়ার আমতা , উদয়নারায়নপুর ও হুগলির খানাকুলে হাটু সমান জলের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বন্যা দুর্গতদের মধ্যে মুড়ি , চিড়ে , বিস্কুট , পানীয় জল , শুকনো খাবার ও শিশুখাদ্য বিতরণ করেছে । বন্যা মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির এরূপ এগিয়ে আসা বহু প্রশংসা লাভ করেছে জেলার বিশিষ্ট মহলে । দুঃসময়ে মানুষ যে এখনো মানুষের পাশে রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ।
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
বন্যা বিধ্বস্ত আমতার পাশে সেচ্ছাসেবী সংগঠনগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement