Mohun Bagan| mohun bagan fans club| শুধু ফুটবল নয় ! রক্তদান থেকে অসহায় মানুষের পাশে রয়েছে হাওড়ার মোহনবাগান ফ্যানস ক্লাবগুলি

Last Updated:

Mohun Bagan| mohun bagan fans club| ফুটবলের পাশাপাশি নানান সামাজিক কাজে এগিয়ে আসে হাওড়ার মোহনবাগান ফ্যানস ক্লাবগুলি।

#হাওড়া :  " মোহন বাগান " (Mohun Bagan) নামটার সঙ্গেই জড়িয়ে আছে কোটি কোটি বাঙালির ভালোবাসা ও ভাবাবেগ । মাতৃসম এই ক্লাবের নাম শুনলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা । একসঙ্গে খেলা দেখতে যাওয়া ও একই পছন্দের দল হওয়াতে জেলাজুড়ে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক মোহনবাগান ফ্যান্স ক্লাব । যদিও শুধু একসঙ্গে খেলা দেখাতেই থেমে নেই ফ্যানস ক্লাবগুলির (mohun bagan fans club) সদস্যরা । সারা বছর ব্লাড - ডোনেসন , গরীব ও দুঃস্থ মানুষের পাশে দঁড়ানোর জন্য নানাভাবে এগিয়ে আসে তারা ।
এদিন হাওড়ার কালিবাবুর বাজার মোহন বাগান ফ্যানস ক্লাবের (mohun bagan fans club) তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হয় । তাই শুধুমাত্র কেক কেটেই নয় , তার সাথে গরীব মানুষের মধ্যে রান্না করা খাবারও বিতরণ করে তারা । ক্লাবের এক সদস্য শানু পাল জানান , এর আগেও ২০১৮ সালের কেরালার বন্যায় ক্লাবের সদস্যরা মিলে টাকা তুলে সেই টাকা বন্যার ত্রাণ তহবিলে পাঠান তারা । শুধু তাই নয় , গত দু বছরে আশেপাশের বেশ কয়েকটি ফ্যানস ক্লাবও একইভাবে আমফান ও সাইক্লোন ইয়াসে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বলে জানান তিনি ।
advertisement
প্রসঙ্গত , প্রতি বছরই ১৬ ই আগস্ট তারিখটি ১৯৮০ সালে ডার্বি দেখতে গিয়ে নিহতদের স্মরণে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস হিসেবে । এই বছরেও সেই দিনটিতে বাগনান , দাস নগরের মোহন বাগান ফ্যানস ক্লাবগুলি আয়োজন করে ব্লাড ডোনেশনের (mohun bagan fans club)। বেশ কয়েক জায়গায় করোনা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেয় তারা ।
advertisement
advertisement
সব মিলিয়ে বলতে গেলে , ফুটবলকে (football) ভালোবেসে গড়ে ওঠা ফ্যানস ক্লাবগুলি (mohun bagan fans club)শুধু মাত্র যে ফুটবলেই সীমাবদ্ধ নেই সে কথা কিন্তু বলাই যায় । আর এর পিছনে অন্যতম কারণ হল মোহন বাগানের প্রতি তাদের সমর্থকদের ভালোবাসা ।
শান্তনু চক্রবর্তী 
বাংলা খবর/ খবর/Local News/
Mohun Bagan| mohun bagan fans club| শুধু ফুটবল নয় ! রক্তদান থেকে অসহায় মানুষের পাশে রয়েছে হাওড়ার মোহনবাগান ফ্যানস ক্লাবগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement