Durga puja 2021| Howrah News: এখনও আসেনি অর্ডার , বিষণ্ণতার ছায়া হাওড়ার শোলা শিল্পীদের পাড়ায়
- Published by:Piya Banerjee
Last Updated:
Durga puja 2021| Howrah News: হাওড়ার মুন্সিরহাট রামেশ্বরপুর মালাকার গ্রামের প্রায় ৪২ টিরও বেশি পরিবার বহু বছর ধরে যুক্ত এই শোলা শিল্পের সাথে ।
#হাওড়া: করোনা ভাইরাসের (coronavirus) আগমনের পর গত দেড় বছর ধরে মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটেছে । দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে বহু কল - কারখানা ও ছোটো ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় রাতারাতি কাজ হারিয়ে বেকারত্বের খাতায় নাম লিখেছেন বহু মানুষ । যার প্রভাব পড়েছে মানুষের ক্রয় ক্ষমতার উপরেও ।
দোকান খুললেও খদ্দের নেই এমন অভিযোগ জানাচ্ছেন বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত দোকানদাররা । তবে মারণ ভাইরাসের পরোক্ষ প্রভাব যাদের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে তাদের মধ্যে অন্যতম হলেন প্রতিমা শিল্পী ও এই শিল্পের আনুসঙ্গিক শিল্পের সাথে যুক্ত শিল্পীরা ।
ঠিক এইরকমই প্রতিমা শিল্পের (durga puja 2021) সাথে যুক্ত একটি আনুসঙ্গিক শিল্প হল শোলা শিল্প । হাওড়ার মুন্সিরহাট রামেশ্বরপুর মালাকার গ্রামের প্রায় ৪২ টিরও বেশি পরিবার বহু বছর ধরে যুক্ত এই শোলা শিল্পের সাথে । মায়ের মুকুট , মায়ের সাজ , গহনা , প্যান্ডেল , পোশাক - সহ সব কিছুতেই বিচিত্র শিল্প সত্তার মাধ্যমে শোলার সাজ ফুটিয়ে তুলে জীবিকা নির্বাহ করেন তারা ।
advertisement
advertisement
গত কয়েক বছর ধরে হাওড়া ও পার্শ্ববর্তী জেলা গুলিতে থিম (durga puja 2021)পুজোর রমরমায় ভালোই ব্যবসা চলছিল তাদের । ক্লাব কমিটিগুলির বাজেট বেশি থাকায় মা দুর্গার আগমনীর সাথে নিজেদের সংসারেও অর্থের জোয়ার আসতো শোলা শিল্পীদের । কিন্তু বাধ সাধলো করোনা ।
করোনা আবহে এই বছর আদৌ জাঁকজমক ভাবে দুর্গাপুজো (durga puja 2021)হবে কিনা সেই ভয়ে অনেক ক্লাবই থিম পুজো থেকে পিছিয়ে এসেছেন । নৈব নৈব চ করে পুজোও সারছে বহু পুজো প্যান্ডেল । তাই এই বছর এখনও সেইভাবে অর্ডার আসেনি শোলা শিল্পীদের ।
advertisement
অন্যদিকে কাঁচামালের দাম বাড়ায় এবং লকডাউন ও লোকাল ট্রেন বন্ধের জেরে ব্যবসায় নানান সমস্যার সন্মুখীন হচ্ছেন শিল্পীরা । অন্যদিকে সাজের জিনিসের দাম সেইভাবে না বাড়ায় কার্যত আর্থিকভাবে দিশেহারাও হয়ে পড়ছেন তারা । তাই মুন্সিরহাটের শোলা শিল্পীরা(durga puja 2021) চাইছেন সরকারী সাহায্যের হাত । তবেই হয়তো ফের মাথাতুলে দাঁড়াবে এই শিল্প ।
advertisement
Santanu Chakraborty
Location :
First Published :
September 23, 2021 10:11 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021| Howrah News: এখনও আসেনি অর্ডার , বিষণ্ণতার ছায়া হাওড়ার শোলা শিল্পীদের পাড়ায়