Durga puja 2021| Howrah News: এখনও আসেনি অর্ডার , বিষণ্ণতার ছায়া হাওড়ার শোলা শিল্পীদের পাড়ায়

Last Updated:

Durga puja 2021| Howrah News: হাওড়ার মুন্সিরহাট রামেশ্বরপুর মালাকার গ্রামের প্রায় ৪২ টিরও বেশি পরিবার বহু বছর ধরে যুক্ত এই শোলা শিল্পের সাথে ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: করোনা ভাইরাসের (coronavirus) আগমনের পর গত দেড় বছর ধরে মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটেছে । দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে বহু কল - কারখানা ও  ছোটো ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় রাতারাতি কাজ হারিয়ে বেকারত্বের খাতায় নাম লিখেছেন বহু মানুষ । যার প্রভাব পড়েছে মানুষের ক্রয় ক্ষমতার উপরেও ।
দোকান খুললেও খদ্দের নেই এমন অভিযোগ জানাচ্ছেন বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত দোকানদাররা । তবে মারণ ভাইরাসের পরোক্ষ প্রভাব যাদের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে তাদের মধ্যে অন্যতম হলেন প্রতিমা শিল্পী ও এই শিল্পের আনুসঙ্গিক শিল্পের সাথে যুক্ত শিল্পীরা ।
ঠিক এইরকমই প্রতিমা শিল্পের (durga puja 2021) সাথে যুক্ত একটি আনুসঙ্গিক শিল্প হল শোলা শিল্প । হাওড়ার মুন্সিরহাট রামেশ্বরপুর মালাকার গ্রামের প্রায় ৪২ টিরও বেশি পরিবার বহু বছর ধরে যুক্ত এই শোলা শিল্পের সাথে । মায়ের মুকুট , মায়ের সাজ , গহনা , প্যান্ডেল , পোশাক - সহ সব কিছুতেই বিচিত্র শিল্প সত্তার মাধ্যমে শোলার সাজ ফুটিয়ে তুলে জীবিকা নির্বাহ করেন তারা ।
advertisement
advertisement
গত কয়েক বছর ধরে হাওড়া ও পার্শ্ববর্তী জেলা গুলিতে থিম (durga puja 2021)পুজোর রমরমায় ভালোই ব্যবসা চলছিল তাদের । ক্লাব কমিটিগুলির বাজেট বেশি থাকায় মা দুর্গার আগমনীর সাথে নিজেদের সংসারেও অর্থের জোয়ার আসতো শোলা শিল্পীদের । কিন্তু বাধ সাধলো করোনা ।
করোনা আবহে এই বছর আদৌ জাঁকজমক ভাবে দুর্গাপুজো (durga puja 2021)হবে কিনা সেই ভয়ে অনেক ক্লাবই থিম পুজো থেকে পিছিয়ে এসেছেন । নৈব নৈব চ করে পুজোও সারছে বহু পুজো প্যান্ডেল । তাই এই বছর এখনও সেইভাবে অর্ডার আসেনি শোলা শিল্পীদের ।
advertisement
অন্যদিকে কাঁচামালের দাম বাড়ায় এবং লকডাউন ও লোকাল ট্রেন বন্ধের জেরে ব্যবসায় নানান সমস্যার সন্মুখীন হচ্ছেন শিল্পীরা । অন্যদিকে সাজের জিনিসের দাম সেইভাবে না বাড়ায় কার্যত আর্থিকভাবে দিশেহারাও হয়ে পড়ছেন তারা । তাই মুন্সিরহাটের শোলা শিল্পীরা(durga puja 2021) চাইছেন সরকারী সাহায্যের হাত । তবেই হয়তো ফের মাথাতুলে দাঁড়াবে এই শিল্প ।
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021| Howrah News: এখনও আসেনি অর্ডার , বিষণ্ণতার ছায়া হাওড়ার শোলা শিল্পীদের পাড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement