Sarat Chandra Chattopadhyay| হাওড়ার দেউলটিতে পালিত হল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী

Last Updated:

Sarat Chandra Chattopadhyay: বাগনানের স্বজন সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান । কবিদের মহামিলনের পাশাপাশি গুণীজনদের সন্মানও জানানো হয় অনুষ্ঠানে।

#হাওড়া: আজ ১৫ ই সেপ্টেম্বর , বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন (Sarat Chandra Chattopadhyay birth anniversary celebrated in Howrah) । কথা শিল্পীর জন্ম হুগলি জেলায় হলেও , জীবনের অনেকটা সময় তিনি অতিক্রান্ত করেছেন হাওড়ার বাগনান থানার অন্তর্গত দেউলটির সামতাবেড়ের বসত বাড়িটিতে । তাই আজ , বাংলা সাহিত্যের এই প্রতিভাবান সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে দুই বাংলার কবিদের নিয়ে মহামিলন ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয় তার সামতাবেড়ের এই বাসভূমিটিতে ।
বাগনানের স্বজন সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এদিনের(Sarat Chandra Chattopadhyay birth anniversary celebrated in Howrah)  এই অনুষ্ঠান । কবিদের মহামিলনের পাশাপাশি এদিন , যে সমস্ত গুণীজন নানান কারণে প্রচারের আলোয় আসতে পারেননি তাদের সংবর্ধনা জ্ঞাপন , অঙ্কন প্রতিযোগিতা আয়োজন ও চারাগাছ বিতরণ - সহ নানান অনুষ্ঠান
আয়োজন করে ওই সংগঠনের সদস্যরা।
advertisement
advertisement
১৫ টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা শিক্ষক রঞ্জিত দাস ও করোনা আবহে বাগনানে নিঃস্বার্থভাবে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান কারী গ্রামীণ চিকিৎসক মধুসূদন বাগকে সংবর্ধনা দেন স্বজনের সদস্যরা । জঙ্গলমহলে পিছিয়ে পড়া আদিবাসীদের মধ্যে আহার প্রদান ও তাদের মধ্যে শিক্ষার আলো প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দেখার উজান গ্যাং এর সদস্যদেরও সম্মান জানানো হয় এদিনের অনুষ্ঠানে ।
advertisement
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay birth anniversary celebrated in Howrah) বসতবাড়িতে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানের বিষয়ে স্বজন সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান , " কথা সাহিত্যিকের জন্ম দিবসে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সমাজে নানা ভাবে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে পেরে সত্যিই অসাধারণ লাগছে । এই পূর্ণ ভিটেতে কবি সন্মেলনের মাধ্যমে কবিদের , " অন্যায় অবিচার যেখানে , কবির কলম চলবে সেখানে " এই স্লোগানটিও আরও একবার মনে করিয়ে দেওয়া হল । "
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Sarat Chandra Chattopadhyay| হাওড়ার দেউলটিতে পালিত হল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement