ডোমজুড়ে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তত রেড ভলেন্টিয়ার্সরা
- Published by:Pooja Basu
Last Updated:
হাওড়ার ডোমজুড়ে আসন্ন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তত রেড ভলেন্টিয়ার্সরা।
কোভিড ১৯ - এর সাথে লড়াই । এ লড়াই আর পাঁচটা সাধারণ লড়াই বা যুদ্ধের মতো নয় , যেখানে শত্রুপক্ষকে দৃশ্যগত করা যায় । এখানে শত্রুপক্ষ অদৃশ্য । আক্রান্ত হলে কোভিড টেস্ট করার পর বোঝা যায় সংক্রমনের বিষয়ে ! গোটা বিশ্ব এখনও ত্রস্ত ও সন্ত্রস্ত মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে !
এক বছর আগে কোভিডের প্রথম ঢেউ মোকাবিলা করতে গিয়ে সাধারণ মানুষের জীবন-জীবিকা পর্যুদস্ত হয়ে পড়েছিল । বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্য থেকে নিজরাজ্যে ফিরতে, নিজগৃহে ফেরার টানে পায়ে হেঁটেই রওনা দিয়েছিলেন ।
কয়েকমাস আগে দেশজুড়ে শুরু হয়েছিল মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ঠিক সেই মুহূর্তে মানুষের পাশে দাড়াতে উদ্যোগী হয় পশ্চিমবঙ্গের বামপন্থী সংগঠনগুলির সদস্যরা । ভয়াবহ সেই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করতে তারা গঠন করে রেড ভলেন্টিয়ার্স ।
advertisement
advertisement
সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে হাওড়া জেলার ডোমজুড় ব্লকের ১৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বদিকের ৯ টি জিপি নিয়ে ডোমজুড় পূর্ব রেড ভলেন্টিয়ার্স ও ডোমজুড়ের পশ্চিমের বাকি ৯টি জিপি নিয়ে গড়ে ওঠে ডোমজুড় (পশ্চিম) রেড ভলেন্টিয়ার্স টীম ।
শুরুর সময় থেকেই নানান সামাজিক পরিষেবা দিতে শুরু করে রেড ভলেন্টিয়ার্সদের ডোমজুড় পশ্চিম শাখা । করোনা আবহে রোগীর বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছনোর পাশাপাশি হাসপাতালের বেড বুকিং , অ্যাম্বুলেন্স বুকিং , করোনা আক্রান্তদের বাড়িতে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া , এলাকা স্যানিটাইজ করার মতন নানান কাজে এগিয়ে আসে রেড ভলেন্টিয়ার্সরা ।
advertisement
প্যানডেমিকের স্বাভাবিক নিয়মে বর্তমানে হাওড়া তথা রাজ্যজুড়ে কিছুটা কমেছে করোনা সংক্রমণ । তবুও এখনও নানা ভাবে ডোমজুড়ের মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে রেড ভলেন্টিয়ার্সদের পশ্চিম ডোমজুড় শাখা । বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা , চক্ষু পরীক্ষা , করোনা পরিস্থিতিতে যুবক যুবতীদের মানসিক ও শারীরিক হেলথ চেকআপ , নিয়মিত ব্লাড ডোনেসন সমেত একাধিক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছে তারা । পাশাপাশি এলাকার মানুষের আধার কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণ , উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলেজের ফর্ম ফিলাপও বিনামূল্যে করেছে রেড ভলেন্টিয়ার্সরা । সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দিয়েছে তারা ।
advertisement
ডোমজুড় রেড ভলেন্টিয়ার্সদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তাদের সদস্য বিকাশ মাখাল জানালেন , মানুষকে পরিষেবা দেবার উদ্দেশ্যেই তৈরি হয়েছিল রেড ভলেন্টিয়ার্স । তাই ডোমজুড়ের মানুষের যখন যা দরকার পড়বে তাতেই এগিয়ে আসবেন তারা । পাশাপাশি অদূর ভবিষ্যতে আসন্ন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রেড ভলেন্টিয়ার্স পশ্চিম ডোমজুড় প্রস্তুত বলেও জানালেন তিনি ।
Location :
First Published :
August 14, 2021 10:56 AM IST