বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা, কবে নামবে জল, নেই কোনো উত্তর

Last Updated:

বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা। কবে নামবে জল, নেই উত্তর কোনো রাজনৈতিক নেতার।

বর্ষা এখনো বিদায় না নিলেও জেলায় আগের থেকে কিছুটা কমেছে বৃষ্টি । কিন্তু দুর্ভাগ্য , এখনও জল নামলো না উত্তর হাওড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন পুর: এলাকারগুলি থেকে । জল যন্ত্রণা ভোগ করাটাই যেন উত্তর হাওড়ার মানুষের কাছে দিন - পঞ্জিকা । তাই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই নিজের বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি চলে গিয়েছেন । আর যাদের কোথাও যাওয়ার উপায় নেই তারা নিত্যদিন ভোগ করছেন চরম এই জল যন্ত্রণা ।
ক্ষমতায় আসার পর থেকে অনেক চেষ্টা করলেও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী কার্যত নিজের অপারগতার কথা স্বীকার করে নিয়েছেন । এলাকার মানুষের কাছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমাও প্রার্থনা করেছেন তিনি । কিন্তু কিভাবে জল জমা থেকে মানুষকে মুক্তি দিতে পারবেন সেই ব্যাপারে সঠিক ভাবে তেমন কিছুই জানাতে পারেননি তিনি । অসহায়তার কথা স্বীকার করে তিনি হাওড়া পুরসভা ও সেচ দপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন ।
advertisement
যদিও উত্তর হাওড়ায় জল জমার সমস্যা কিন্তু তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসছে । এমনটাই মত সেখানকার বাসিন্দাদের । কিন্তু প্রশ্ন হচ্ছে এমন একটি ভয়ঙ্কর গভীর সমস্যার দিকে কেন এতদিন ধরে নজর দেওয়া হচ্ছে না । প্রশাসনের তরফ থেকেও কেনো নেওয়া হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা উন্নততর করার কোনো পরিকল্পনা প্রশ্ন এলাকাবাসীদের । যদিও উত্তর হাওড়ার জল জমা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে হাওড়া পুরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন অরূপ রায় জল জমা এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখেন ।
advertisement
advertisement
বছর খানেক পরে এই বছরের শেষের দিকে হাওড়া পুরসভা নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । স্বাভাবিকভাবেই হাওড়া পুরসভায় তৃণমূলকে আবার ক্ষমতায় ফিরতে হলে পুর: বাসির মনে আস্থা অর্জন করতে হবে । তার জন্য এখনই মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে । এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা, কবে নামবে জল, নেই কোনো উত্তর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement