Police Day: হাওড়ার দাসনগরে পালিত হলো দ্বিতীয় পুলিশ দিবস
- Published by:Piya Banerjee
Last Updated:
Police Day: হাওড়ার দাসনগরে পালিত হলো দ্বিতীয় পুলিশ দিবস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ।
#হাওড়া: ২০২০ সালে বাংলার পুলিশকে সম্মান জানিয়ে তাঁদের জন্য বছরের পয়লা সেপ্টেম্বরের দিনটি পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee)। দ্বিতীয় পুলিশ দিবস (police day) হিসেবে আজ দিনটি সাড়ম্বরে পালিত হলো রাজ্যজুড়ে । কোথাও পুলিশ থানাকে সুসজ্জিত করা হলো নানান রং - বেরংয়ের আলোয় বা কোথাও পথসভার মাধ্যমে উদযাপিত হলো দিনটি । পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও নানা জায়গায় পুলিশকর্মীদের সমাজ রক্ষায় তাদের অবদানের জন্য সম্মান জানানো হয় ।
হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও আয়োজিত হলো দ্বিতীয় পুলিশ দিবস (police day) । এদিন দাসনগর ট্রাফিক গার্ডের উদ্যোগে হাওড়ার চ্যাটার্জিপাড়া এলাকায় আয়োজিত হলো দ্বিতীয় পুলিশ দিবস(police day) ও রোড সেফটি সপ্তাহের শুভ সূচনা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক আই পি এস অর্ণব বিশ্বাস , ব্যাঁটরা থানার ভারপ্রাপ্ত আই . সি , দাসনগর থানার ভারপ্রাপ্ত আই . সি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
advertisement
অর্ণববাবু জানান , রোড সেফটির সচেতনতায় গত কয়েক বছর ধরে চালানো সেফ ড্রাইভ, সেভ লাইভ অভিযানের মাধ্যমে অনেকটাই কমেছে । আগামী দিনে রোড অক্সিডেন্টের সংখ্যা শূন্যতে নামাতে পারলেই তবেই এই অভিযান পুরোপুরি সফল হবে ।পাশপাশি এদিনের এই অনুষ্ঠানে দাসনগর থানার আওতায় থাকা পুলিশকর্মীদের (police day) সম্মানও জানানো হয় । এর সাথে সমস্ত ট্রাফিক নিয়ম মেনে রাস্তাঘাটে চলাফেরার জন্য মানুষের মধ্যে সচতনতা বাড়াতে বাইক রেলির ও আয়োজন করা হয় । আগামী সাত দিন ধরে চলবে এই রোড সেফটি সপ্তাহ ।
advertisement
advertisement
শান্তনু চক্রবর্তী
view commentsLocation :
First Published :
September 01, 2021 9:59 PM IST