অবশেষে খুলল মঙ্গলা হাট, হাট খোলা নিয়ে চলছে রাজনৈতিক তরজাও

Last Updated:

চার মাস পর অবশেষে খুললো মঙ্গলা হাট। হাট খোলা নিয়ে চলছে রাজনৈতিক তরজাও

#হাওড়া: দীর্ঘ প্রায় চার মাস পর অবশেষে মঙ্গলবার থেকে আবারও নতুন করে খুলে গেল হাওড়ার মঙ্গলা হাট । করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে 2020 র মতো এই বছরেও প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেয়া হয়েছিল মঙ্গলা হাট । জেলা এমনকি রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ এই মঙ্গলা হাট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে নানান অসুবিধার সম্মুখিন হচ্ছিলেন জেলা এমনকি বহু দূর দূরান্ত থেকে আগত ক্রেতা - বিক্রেতারা । দীর্ঘ সময় পর মঙ্গলা হাট খোলায় স্বাভাবিকভাবেই খুশি সেখানকার ব্যবসায়ীরা ।
তারা জানান , গত বছর থেকে করোনা ভাইরাসের আগমনের ফলে বারংবার মঙ্গলা হাট বন্ধ থাকায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা । ব্যবসা বন্ধ থাকায় কিভাবে নিজেদের সংসারে দু\'মুঠো অন্ন জোগাড় করবেন সেই নিয়ে কয়েক মাস ধরে দুশ্চিন্তাতেও ভুগছিলেন তারা । হাট খোলার ফলে তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন সেখানকার বিক্রেতারা । পাশাপাশি মঙ্গলা হাটে সঠিক শারীরিক দূরত্ব বিধি মেনেই বেচাকেনা হবে বলেও জানালেন তারা । মঙ্গলবার থেকে হাট খুললেও লোকাল ট্রেন চালু না থাকায় তেমনভাবে খদ্দের হচ্ছে না বলে জানালেন মঙ্গলা হাটের ব্যবসায়ীরা ।
advertisement
যদিও জেলার এই ব্যস্ততম হাট খোলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও । হাওড়ার বিজেপি নেতা ও বিজেপির রাজ্য কমিটির সদস্য উমেশ রাই , হঠাৎ করে মঙ্গলা হাট খোলার এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন । তিনি জানালেন , যেভাবে 100% ভ্যাক্সিনেশন ও সঠিক নজরদারি ছাড়া মঙ্গলা হাট খুলে দেওয়া হলো , তাতে কোভিড মোকাবিলায় রাজ্যের দায়সারা অবস্থান আরো একবার স্পষ্ট হয়ে গেল । যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয় কড়া প্রশাসনিক নজরদারিতেই খোলা হয়েছে মঙ্গলা হাট ।
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
অবশেষে খুলল মঙ্গলা হাট, হাট খোলা নিয়ে চলছে রাজনৈতিক তরজাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement