#হাওড়া- করোনা পরিস্থিতিতে হাওড়ার গ্রামীণ এলাকায় অভাব দেখা দিয়েছিল কোভিড অ্যাম্বুলেন্সের। অনেকক্ষেত্রে শববাহী গাড়ির অভাবে ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ পড়ে থাকার ছবিও ধরা পড়েছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় । তাই এবার হাওড়ার গ্রামীণ এলাকার উন্নয়নে অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি , সেশপুল ভ্যান প্রদান জেলা পরিষদের। হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে সোমবার জেলার ১৪ টি ব্লকে ১৪ টি অ্যাম্বুলেন্স , ৫ টি সববাহী গাড়ি , ২ টি সেশপুল ভ্যান তুলে দেওয়া হল ব্লকগুলির বিডিওদের হাতে। সবুজ পতাকা উড়িয়ে গাড়িগুলির যাত্রা শুরু করলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়।
তিনমাস অন্তর আয়োজিত জেলা পরিষদের এই সভা থেকে অজয়বাবু আরও জানান , কয়েকমাস আগে থেকেই ব্লকে ব্লকে সেশপুল ভ্যান, শববাহী গাড়ি ইত্যাদি দেওয়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও, গ্রামীণ প্রাইমারি স্কুলগুলিতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়ন শুরু করা হয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। পরবর্তী সময়ে, জেলা পরিষদের সমস্ত সাধারণ সভায় সাংবাদিকদের অবাধ প্রবেশ থাকবে, এবং সাংবাদিকরা সভায় আলোচিত অভাব, অভিযোগ, তর্ক - বিতর্ক সবকিছুই সংবাদমাধ্যমে সরাসরি কভার করতে পারবে, বলেই জানান তিনি।
হাওড়া ময়দানের শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় , বিধায়ক অরুনাভ সেন, সিতানাথ ঘোষ , প্রিয়া পাল - সহ ব্লক বিডিওরা।
Santanu Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambulance, Arup Roy, Howrah, Howrah news