Durga puja 2021: হাওড়ার আর্ট গ্যালারিতে চলছে দেবী দুর্গার আগমনী নিয়ে চিত্র প্রদর্শনী

Last Updated:

Durga puja 2021:গত বছরের মতো এই বছরেও করোনা আবহেই হচ্ছে মা দুর্গার আগমনী ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া : - বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বাকি মাত্র ২১ দিন । জেলাজুড়ে বিভিন্ন পুজো কমিটি ও পাড়ার ক্লাব গুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । খুঁটি পুজোয় ঢাকের শব্দের সাথে ভেসে আসছে উমার আগমনীর সুর । ধীরে ধীরে হাট - বাজারে নানান রঙ - বেরঙের পুজোর পোশাক নিয়ে পসরা সাজাচ্ছেন ব্যবসায়ীরা । যদিও নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি বেশ কিছুটা প্রভাব ফেলেছে বাঙালির এই পুজোর আমেজে । তবে বাঙালিকে আট , এ কার সাধ্যি ! মা দুর্গার উপর অঙ্কিত নানান চিত্র শিল্পীদের আঁকা ছোটো - বড়ো চিত্র নিয়ে হাওড়ার ঘোষপাড়ার আনন্দী আর্ট গ্যালারিতে শুরু হয়ে গেলো চিত্র প্রদর্শনী " আগমনী ২০২১ " ।
সোমবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার চিত্র শিল্পীরা । দুটি পর্যায়ে চলা এই চিত্র প্রদর্শনী চলবে আগামী তেসরা অক্টোবর পর্যন্ত । প্রদর্শনীর প্রথম পর্যায়ে থাকছে চিত্র শিল্পী শেখর কর , সৌমিত্র কর , চন্ডীদাস ভট্টাচার্য , মলয় চন্দন সাহা - সহ মোট 25 জন শিল্পীর রং ও তুলির ছোঁয়ায় ভরিয়ে তোলা ক্যানভাসে আঁকা মা দুর্গার নানান চিত্র । প্রদর্শনীর দ্বিতীয় পর্যায়েও একইভাবে ২৫ জন চিত্র শিল্পীর অঙ্কিত ছবি প্রদর্শিত হবে এই আর্ট গ্যালারিতে ।
advertisement
এই প্রদর্শনী সম্পর্কে ওই আর্ট গ্যালারির কর্ণধার রাখী জানা জানান , " শিল্পীর চোখে উমার আগমনীর মধ্যে দিয়ে আঁকা ছবি নিয়েই চলছে এই প্রদর্শনী । গত বছরের মতো এই বছরেও করোনা আবহেই হচ্ছে মা দুর্গার আগমনী । তাই এই আগমনীর মধ্যেও শিল্পীর আঁকা চিত্রে ফুটে উঠেছে সতর্কতার প্রতিচ্ছবিও । " ফেসবুকে " আনন্দী আর্ট গ্যালারি " সার্চ করে সেখানে ম্যাসেজ করে যোগাযোগ করলেই আসা যাবে এই প্রদর্শনীতে , এমনটাই জানান তিনি ।
advertisement
advertisement
শান্তনু চক্রবর্তী 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021: হাওড়ার আর্ট গ্যালারিতে চলছে দেবী দুর্গার আগমনী নিয়ে চিত্র প্রদর্শনী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement