Municipal Election 2022: হুগলির শ্রীরামপুরে মাহেশের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে পুনর্নির্বাচন

Last Updated:

দক্ষিণ দমদম ও শ্রীরামপুরের একটি বুথে পুনর্নির্বাচন মিটল শান্তিপূর্ণ ভাবে

+
title=

রাহী হালদার, হুগলি: ১০৮ পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন পুনর্নির্বাচন হল হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুর মহেশ কলোনি ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পুনর্নির্বাচন হচ্ছে।
এই ওয়ার্ডের মোট ভোটার রয়েছেন ৯৫২ জন। নির্বাচনের দিন এই ওয়ার্ডে ভোট পড়েছিল ৮৫০ টি। যা প্রায় ৯০%।
এই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী ও বিদায় কাউন্সিলর ভারতী সেন বলেন, 'নির্বাচনের দিন তৃণমূল আশ্রিত গুন্ডারা বুথে ঢুকে অবাধে ছাপ্পা ভোট দিয়ে গেছে। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল।'
advertisement
যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠা দাস। তিনি বলেন বিরোধীরা যা অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। সিপিএম প্রার্থী ভারতী দি এই ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সিপিএমের হার্মাদ বাহিনি দের ঢুকিয়ে ছাপ্পা ভোট দিয়েছেন।
advertisement
পুনঃ নির্বাচনের দিন এই ওয়ার্ডে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট হয়। শতাধিক পুলিশ বাহিনী রাস্তার মোড়ে মোড়ে পিকেটিং করে রাখে। এই দিন নির্ধারিত সময়ে পুনঃনির্বাচন শেষ হওয়ার পর জানা যায় এবারে ভোট পড়েছে ৭১৩ টি। যা আগের বারের থেকে ১৩৭ টি ভোট কম। এবং শতাংশের হরে প্রায় ৭৫% ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Municipal Election 2022: হুগলির শ্রীরামপুরে মাহেশের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে পুনর্নির্বাচন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement