অতিবৃষ্টি এবং করোনার জেরে জামাইদের খাওয়া হল না নবদ্বীপের ক্ষীর দই
Last Updated:
একে লকডাউন তার ওপর সকাল থেকেই গভীর নিম্নচাপ। তারই প্রভাব পড়লো বাঙালির ঐতিহ্যের জামাইষষ্ঠীর বাজারে। করোনা মহামারীর জেরে এমনিতেই নাজেহাল অবস্থা দেশের তথা দশের। জীবন-জীবিকার চাকা থমকে আছে বছর দেড়েক থেকেই। তার জেরেই বাঙালির ঐতিহ্যশালী বিভিন্ন অনুষ্ঠানেও পড়েছে ভাটা। কাজ নেই অনেকেরই, ফলে টাকার যোগানও সীমিত। তাই বাজারহাট দোকানপাটও খরিদ্দার শুন্য।
বাঙালির অতি পুরনো উৎসব জামাইষষ্ঠীর দিনেও লক্ষ্য করা গেল সেই শূন্যতা। করোনার জেরে রাজ্যে রয়েছে বিভিন্ন বিধি নিষেধ। তারই ফলে নদিয়া জেলার নবদ্বীপ শহরের বিশ্ব বিখ্যাত ক্ষীর দই এর ব্যবসায়ীরাও দেখছেন না লাভের মুখ। অন্যান্যবারের তুলনায় এবছর জামাই ষষ্ঠীর দিনে তেমন ভিড় খুঁজে পাওয়া গেল না নবদ্বীপ ঘাট সংলগ্ন বিখ্যাত রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারের দোকানে। প্রতি বছর এই দিনে খরিদ্দারের ভিড় লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো। কথিত আছে শক্তিগড়ের ল্যাংচা, জয়নগরের মোয়া, যেমন বাঙালির দুর্বলতা তেমনি নবদ্বীপের ক্ষীর দই বাঙালির ভালোবাসা। জামাই ষষ্ঠীর দিনে শেষপাতে নবদ্বীপের দই না হলে চলে না অনেকেরই। কিন্তু সে গুড়ে বালি, সকাল থেকেই শুরু হয়েছে নিম্নচাপ। তার ফলে শশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারছেন না অনেকেই। তাই খাওয়া হচ্ছে না নবদ্বীপের ক্ষীর দই। ফলে দই পড়ে আছে দোকানের কাঁচের শোকেসেই। স্বাভাবিকভাবেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দই বিক্রেতাদের।
view commentsLocation :
First Published :
June 16, 2021 9:13 PM IST

