Kali Puja 2021|| ডাকাত কালী নামে খ্যাত খড়্গপুরের দক্ষিণা কালী, জানুন ইতিহাস...

Last Updated:

Kali Puja 2021: ১৭৭২ সালে জমিদার গোবিন্দরাম রায় এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন। চার চালার মন্দির। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। মায়ের মুখশ্রী মোম দিয়ে তৈরি। মন্দিরের প্রতিষ্ঠাতা, রায় বংশের আসল বাড়ি ছিল জকপুরে।

ডাকাত কালী মায়ের মূর্তি
ডাকাত কালী মায়ের মূর্তি
#খড়গপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের মালঞ্চের দক্ষিণা কালী মন্দিরের কালী এলাকায় পরিচিতি ডাকাত কালি হিসেবে। প্রতি বছর কালিপুজো ধুমধামে হয় এখানে। প্রায় ৩১০ বছরের এই কালীমন্দির। কালী পুজোর দিন প্রচুর ভক্তদের ভিড় হয়। ১৭৭২ সালে জমিদার গোবিন্দরাম রায় এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন। চার চালার মন্দির। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। মায়ের মুখশ্রী মোম দিয়ে তৈরি। মন্দিরের প্রতিষ্ঠাতা, রায় বংশের আসল বাড়ি ছিল জকপুরে।
জঙ্গলাকীর্ণ মালঞ্চের ওই অংশের প্রতিষ্ঠিত মন্দিরের পাশেই ছিল জমিদারদের আরও একটি বাড়ি। গোবিন্দরাম রায়ের উত্তরাধিকারী হিসেবে কালীগতি রায় পূজোর কাজ দেখাশোনা করতেন। কালীগতি ছিলেন নিঃসন্তান। তিনি মারা যাওয়ার পর মন্দিরের পুজো চালু থাকলেও রক্ষনাবেক্ষনের খরচ চালানোর উৎসাহ ছিল না কারো মধ্যে। তাই বর্তমানে একটি ট্রাস্ট কমিটি গঠন করা হয়েছে । তখনকার দিনের জমিদার গোবিন্দ রাম রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ডাকাত কালি অনেকেই বলে এই কালিকে। কিন্তু মা হচ্ছে দক্ষিণা কালী।
advertisement
এই মন্দিরের একটা ইতিহাস আছে, কথিত আছে, মারাঠা দস্যু, ভাস্কর পন্ডিত এই মন্দিরে আত্মগোপন করে থাকতেন। তখনকার মালঞ্চ আর এখনকার মালঞ্চের মধ্যে অনেক পার্থক্য। তখন এই এলাকায় জনবসতি গড়ে ওঠেনি, মালঞ্চ ছিল তখন জঙ্গলে ভর্তি এবং হিংস্র জীবজন্তুও এই জঙ্গলে থাকতো। ভাস্কর পন্ডিত ধরা না পড়ার জন্য এই মন্দির বেছে নিয়েছিলেন। সেই জন্য উনি এখানে আত্মগোপন করে থাকতেন। কোথাও বেরোনোর আগে এখানে পুজো দিয়ে বের হতেন। সেই থেকেই এই কালির নাম ডাকাত কালী। এখনও কিছু মানুষ ডাকাত কালী বলেই ডাকেন এই কালীকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Kali Puja 2021|| ডাকাত কালী নামে খ্যাত খড়্গপুরের দক্ষিণা কালী, জানুন ইতিহাস...
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement