Local Train| Bangla News|| ভিড়ের চাপে' বাড়ছে লোকাল! খড়্গপুর-হাওড়া লাইনে ৪০ ট্রেন, দক্ষিণ-পূর্বে বেড়ে ১০৪
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kali Puja 2021: লোকে লোকারণ্য লোকাল! দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রতিটি শাখাতে বিধি ভাঙা ভিড়। ৫০ শতাংশ তো দূরের কথা, ১০০ শতাংশের বেশি যাত্রী নিয়ে যাত্রা করছে লোকাল ট্রেনগুলি।
#খড়্গপুর: লোকে লোকারণ্য লোকাল! দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রতিটি শাখাতে বিধি ভাঙা ভিড়। ৫০ শতাংশ তো দূরের কথা, ১০০ শতাংশের বেশি যাত্রী নিয়ে যাত্রা করছে লোকাল ট্রেনগুলি। মাস্কও নেই অধিকাংশ যাত্রীদের মুখে! সুরক্ষার দায় যাত্রীদের উপরই ছেড়েছে রেল কর্তৃপক্ষ। তবে, 'ভিড়ের চাপে' রেল চলাচলের মাত্র ১ দিনের মধ্যেই দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) সিদ্ধান্ত নিয়ে নিল লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়ে। রবিবার (৩১ অক্টোবর) থেকে ৪৮ টি লোকাল ট্রেন দিয়ে পরিষেবা চালু করেছিল দক্ষিণ পূর্ব রেলওয়ে (SER)।
সোমবারই (১ নভেম্বর) তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আগামী সোমবার অর্থাৎ ৮ নভেম্বরের মধ্যে রেল সংখ্যা বাড়িয়ে ১০৪ করা হবে। আগামী সোমবারের মধ্যে ধাপে ধাপে বাড়ানো হবে রেল। আর, ট্রেন সংখ্যা কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে বাড়িয়ে ১৪৭ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের তরফে।
এ দিকে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় আগামী শুক্রবার থেকেই বাড়বে লোকাল। এমনটাই জানিয়েছেন এই শাখার DRM মনোরঞ্জন প্রধান। জানা গেছে, মেদিনীপুর-হাওড়া লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৭ টি ট্রেন করা হবে। চলছিল ১৩ টি। খড়্গপুর-হাওড়া লাইনে আরও ১৩ টি ট্রেন চলবে। সবমিলিয়ে ৮ নভেম্বরের মধ্যে ৪০ টি লোকাল চলবে এই লাইনে। অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলওয়ের সমস্ত শাখা মিলিয়ে ১০৪ টি লোকাল চলবে আগামী সোমবারের (৮ নভেম্বরের) মধ্যেই, জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে।
advertisement
advertisement
একইসঙ্গে, কোভিড বিধি মেনে ট্রেনে ওঠার বিষয়ে সচেতন করা হয়েছে রেলযাত্রীদের। অন্যদিকে, ঝাড়গ্রাম শাখায় একটিও লোকাল চালু না হওয়ায় ক্ষোভ রয়েছে। একসময় ঝাড়গ্রাম-খড়্গপুর-টাটানগর শাখায় ৯ টি লোকাল ট্রেন চলাচল করত বলে জানা গেছে। বর্তমানে, ওই শাখায় মাত্র ২ টি স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করে। দুটি এক্সপ্রেস ট্রেন স্টপেজ (Stoppage) দেয়। তাই সমস্যায় পড়েছেন এই শাখার সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা। এনিয়ে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রাজ্য সরকারই হয়তো এই লাইনে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি। আমি বিষয়টি নিয়ে রেলের আধিকারিকের সঙ্গে কথা বলেছি।" দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানা গেছে, খড়্গপুর-টাটানগর শাখায় লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা চলছে।
Location :
First Published :
November 03, 2021 3:30 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Local Train| Bangla News|| ভিড়ের চাপে' বাড়ছে লোকাল! খড়্গপুর-হাওড়া লাইনে ৪০ ট্রেন, দক্ষিণ-পূর্বে বেড়ে ১০৪