করোনা জয়ীর সংখ্যা দ্বিগুণ জেলায়, আশার আলো প্রশাসনিক মহলে

Last Updated:

করোনা জয়ীর সংখ্যা দ্বিগুণ জেলায়, আশার আলো প্রশাসনিক মহলে

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: গত তিনমাসে সুস্থতার হার যেভাবে বেড়েছে তাতেও দেখা মেলেনি গ্রাফ দ্বিগুণ হওয়ার। জেলাজুড়ে করোনায় সুস্থতার গ্রাফ বাড়ল। তাও ২৪ ঘন্টায় সেই হার প্রায় দ্বিগুণের কাছাকাছি! এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় নতুন করে ৭৬ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩০ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন সংক্রামিত হয়েছে। তবে সুকনায় ১ জন, কার্শিয়ংয়ে ৩ জন, মিরিকে ৮ জন, বিজনবাড়িতে ১৪ জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে ৫ জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ৫ জন, খড়িবাড়িতে ২ জন, নকশালবাড়িতে ৪ জন সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ১ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
অন্যদিকে, দেশেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৭০৩ জন সংক্রামিত হয়েছেন, যা গত ১১১ দিনে সর্বনিম্ন। সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন। মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।
advertisement
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন সংক্রামিত হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭টি। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জন। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
করোনা জয়ীর সংখ্যা দ্বিগুণ জেলায়, আশার আলো প্রশাসনিক মহলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement