পূর্ব মেদিনীপুর জেলার ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে কাজলা জনকল্যাণ সমিতি ও অক্সফাম
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলার ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে কাজলা জনকল্যাণ সমিতি ও অক্সফাম
করোনার প্রকোপ তার উপর ইয়াশের আঘাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। এই পরিস্থিতিতে কাজলা জনকল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই কর্ম যজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় স্তরের সংস্থা ‘অক্সফাম’।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর - ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুর এর আরকবনিয়া, শৌলা, ও দাদনপত্রাবড়, পরিবারগুলির মধ্যে ৩৫০ পরিবারকে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।
৩৫০ টি পরিবারকে যে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়েছে তারমধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, আটা ৫ কেজি, ডাল-৩ কেজি, তেল-১ লিটার, সোয়াবিন- ১ কেজি, লবন- ১ কেজি, হলুদ গুঁড়া- ২ প্যাকেট, এবং লংকা গুঁড়া- ২ প্যাকেট, ৩৫০ স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। এই স্বাস্থ্য কিটের সঙ্গে ছিল মাস্ক -৬টি, বালতি- ২টি, মগ-১টি, সাবান-৮পিস, বাসন মাজা সাবান- ৮টি, মাস্ক- ৫টি ও স্যানিটারি ন্যাপকিন- ৬ প্যাকেট।
advertisement
advertisement
পাঁশকুড়া পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং মড়িপুকুর হাট ও বাজারে রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে স্যানিটাইজ করা হয়। সঙ্গে ছিলেন কমরেড লিয়াকত মল্লিক,মমতা সিনহা, হানিফ মহম্মদ,নাজির,মানিক, প্রসেনজিৎ
Location :
First Published :
June 14, 2021 9:26 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
পূর্ব মেদিনীপুর জেলার ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে কাজলা জনকল্যাণ সমিতি ও অক্সফাম