Birbhum News- অবশেষে ঘেরাও মুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার সহ আধিকারিকরা

Last Updated:

রেজিস্ট্রার সহ দুজন আধিকারিক ঘেরাও মুক্ত হওয়ার পরেও পড়ুয়ারা তাদের দাবিতে অনড়। তারা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে

+
অবশেষে

অবশেষে ঘেরাও মুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার সহ আধিকারিকরা, কোন পথে আন্দোলন

#বীরভূম : অবশেষে ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক এবং প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তবে তারা এই ঘেরাও মুক্ত হতে সময় লাগলো  ৮৪ ঘণ্টার বেশি। চলতি সপ্তাহের সোমবার থেকে তারা পড়ুয়াদের আন্দোলনের মাঝে ঘেরাও হয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশি হস্তক্ষেপে অবশেষে ঘেরাও মুক্ত হলেন তাঁরা। বিশ্বভারতীর পড়ুয়ারা গত সোমবার থেকে তিন দফা দাবি নিয়ে তাদের আন্দোলন জোরদার করেছে। প্রথমে তারা বিক্ষোভ দেখিয়ে পঠন পাঠন বন্ধ করে দেয় এবং পরে রেজিস্ট্রারকে  ঘেরাও করে। তাদের প্রথম থেকেই দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি-দাওয়া মিটবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। রেজিস্ট্রার সহ দুজন আধিকারিক ঘেরাও মুক্ত হওয়ার পরেও পড়ুয়ারা তাদের এই দাবিতে অনড়। তারা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।
অন্যদিকে দীর্ঘসময় রেজিস্ট্রার আশীষ আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ এবং প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অশোক মাহাতো ঘেরাও থাকার পরিপ্রেক্ষিতে বিশ্বভারতী হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত জানিয়ে দেয়, আন্দোলন যেহেতু প্রত্যেকের অধিকার তাই এই বিষয়ে আদালত কোন হস্তক্ষেপ করবে না। তবে আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। পাশাপাশি আধিকারিকদের ঘেরাও মুক্ত করতে হবে। পঠন-পাঠন স্বাভাবিক করতে হবে। আদালতের এই নির্দেশের পর শান্তিনিকেতন থানার পুলিশের পক্ষ থেকে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে আলোচনা করা হয় এবং পুলিশের তৎপরতায় ঘেরাও মুক্ত হন রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা।আধিকারিকরা ঘেরাও মুক্ত হওয়ার পরেও পড়ুয়ারা জানিয়েছেন, হোস্টেল খোলা, অনলাইনে পরীক্ষা নেওয়া এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পেছানোর দাবিতে যে আন্দোলন চলছিল তা জারি থাকবে। প্রয়োজন পড়লে সেন্ট্রাল অফিসের ভিতরে আন্দোলন শুরু করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Birbhum News- অবশেষে ঘেরাও মুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার সহ আধিকারিকরা
Next Article
advertisement
Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
  • মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন তৈরি করল জাপানি সংস্থা৷

  • হিউম্যান ওয়াশিং মেশিন তৈরি করেছে সায়েন্স নামে সংস্থা৷

  • ১৫ মিনিটের মধ্যেই পরিষ্কার করিয়ে শরীর শুকিয়ে দেবে এই যন্ত্র৷

VIEW MORE
advertisement
advertisement