Birbhum Flood: ভাঙলো অজয়ের বাঁধ, হিংলোর জলে প্লাবিত গ্রামের পর গ্রাম, বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি বীরভূমে

Last Updated:

Birbhum Flood: আশঙ্কায় সত্যি হল! পুজোর আগে নিম্নচাপের অতিবৃষ্টিতে বানভাসি অবস্থায় মাথায় হাত বীরভূমের হতদরিদ্র, গ্রাম্য এলাকার বাসিন্দাদের

ভাঙলো অজয়ের বাঁধ, হিংলোর জলে প্লাবিত গ্রামের পর গ্রাম, বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি
ভাঙলো অজয়ের বাঁধ, হিংলোর জলে প্লাবিত গ্রামের পর গ্রাম, বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি
মাধব দাস, বীরভূম : আশঙ্কায় সত্যি হল । পুজোর আগে নিম্নচাপের অতিবৃষ্টিতে বানভাসি অবস্থায় মাথায় হাত বীরভূমের হতদরিদ্র, গ্রাম্য এলাকার বাসিন্দাদের (Birbhum Flood)। মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড সহ বীরভূমের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে শুক্রবার সকাল থেকেই বানভাসি অবস্থায় বীরভূমের বিভিন্ন এলাকার কমপক্ষে ২০ থেকে ২৫টি গ্রাম। ক্ষতির সম্মুখীন শতাধিক মাটির কাঁচা বাড়ি।
মূলত বৃহস্পতিবার থেকে বীরভূমের অজয় নদ এবং হিংলো নদীতে জল বাড়ার কারণে প্লাবনের আশঙ্কা দেখা দেয় (Birbhum Flood)। এরই মাঝে মাঝরাতে নদী পার ভাঙতে শুরু করে অজয়ে। রাত্রি দুটো আড়াইটার সময় ভেঙ্গে যায় সিঁদুরপুরের কাছে থাকা অজয় নদীর বাঁধ। যার পরেই প্লাবিত হয়ে পড়ে নানুর ব্লকের থুপসরা গ্রাম পঞ্চায়েতের থুপসরা, সিঁদুরপুর, বামুনিয়া, রামকৃষ্ণপুর, সাঁতরা, পাতিসারা, হাড়মুর সহ প্রায় সব গ্রামের জলের তলায়। রাস্তার উপর উপচে পড়েছে জল, বিঘার পর বিঘা চাষযোগ্য জমি জলের নিচে।
advertisement
স্থানীয় বাসিন্দা শেখ জয়নাল জানিয়েছেন, "বর্তমানে এখানকার বাসিন্দাদের অবস্থা ভয়ানক। পানীয় জলের কল পর্যন্ত চলে গিয়েছে জলের তলায়। চাষের সমস্ত জমি জলে ডুবে গিয়েছে। লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। রাস্তায় এক কোমরের বেশি জল। গ্রামের প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। প্রচুর মানুষকে পাকা বাড়ির ছাদে রাখা হয়েছে। মানুষ খুব কষ্টের সঙ্গে রয়েছেন।"
advertisement
advertisement
নানুর ব্লকের থুপসরা গ্রাম পঞ্চায়েতের মতই ভয়ঙ্কর পরিস্থিতি দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। এই এলাকায় সকাল থেকে ভাঙতে শুরু করে হিংলো নদীর পাড়। নদী ঘেঁষা অধিকাংশ এলাকায় জল ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি (Birbhum Flood)। বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে দেবীপুর চরের কোনরকম অস্তিত্ব নেই বললেই চলে। এলাকার কম করে ৫০ টিরও বেশি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। একইভাবে জল ঢুকেছে হিংলো নদী তীরবর্তী খয়রাশোল ব্লকের বিভিন্ন গ্রামে। এখানেও রাস্তাঘাট জলের তলায়।
বাংলা খবর/ খবর/Local News/
Birbhum Flood: ভাঙলো অজয়ের বাঁধ, হিংলোর জলে প্লাবিত গ্রামের পর গ্রাম, বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি বীরভূমে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement