মূখ্যমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে মাটি মাফিয়াদের ধরপাকড়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মূখ্যমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে মাটি মাফিয়াদের ধরপাকড়
মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গয়েশপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাত্রাপাড়া ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। বিগত তিন মাস যাবত মাটি মাফিয়াদের মস্তানিতে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। মাটি মাফিয়াদের পিছনে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মদত, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিগত তিন মাস ধরেই মাটি মাফিয়ারা রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে চাষের জমি থেকে মাটি। এ বিষয়ে স্থানীয় নেতাদের একাধিকবার জানানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে কাজের কাজ কিছুই হয়নি।স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও সুফল মেলেনি বলে অভিযোগ।ফলে ক্ষতির মুখে পড়ছেন চাষী থেকে স্থানীয় বাসিন্দারা। অবশেষে গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রীর দপ্তরে।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নির্দেশ আসা মাত্রই নড়েচড়ে বসে কল্যাণী প্রশাসন। তড়িঘড়ি মহকুমা শাসকের নেতৃত্বে কল্যাণী প্রশাসন ঘটনাস্থলে যায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। মহকুমা শাসকের তদন্তে উঠে আসলো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। একাধিক নাম জড়ালো স্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্বের। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ।এদিকে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়, বিষয়টি তারা জানতেন না। বিষয়টা প্রশাসনের জানা থাকলে অবশ্যই অনেক আগেই বন্ধ হয়ে যেত মাটি কাটার কাজ। কিন্ত এলাকার মানুষের দাবি, প্রশাসনকে এর আগেও একাধিকবার জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
advertisement
স্বভাবতই স্থানীয়রা অভিযোগ করছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মীর মদত রয়েছে মাটি মাফিয়াদের পিছনে।এমনকি একশ্রেণীর রাজনৈতিক নেতাদের ও এই সমস্ত মাফিয়াদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলেও অভিযোগ করছেন স্থানীয়রা। তবে মহকুমা শাসকের কাজে অনেকটাই খুশি এলাকার মানুষ। এখন এলাকার মানুষ তাকিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন এই মাটি মাফিয়াদের বিরুদ্ধে। তবে এরপরও যদি দিনের-পর-দিন দরিদ্র চাষীদের জমি একের পর এক মাটি মাফিয়ারা গ্রাস করে নেয় তাহলে চাষের জমির ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা সকলের। এই অবস্থায় দরিদ্র পরিবারগুলো এখন তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে।
advertisement
Location :
First Published :
July 06, 2021 8:53 PM IST