সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মৃত দুই, আশঙ্কাজনক আরও দুই

Last Updated:

সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মৃত দুই, আশঙ্কাজনক আরও দুই

ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত আরও দুই শ্রমিক। জলপাইগুড়ি জেলার কালিয়াগঞ্জ জোড়া কদম এলাকার এই ঘটনায়, শোকের ছায়া নেমে এসেছে। সেপটিক ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃত অনন্ত রায় (২০) নাথুয়া পাড়ার বাসিন্দা এবং আলিম মহমদ (৩০) কালিয়াগঞ্জ এর বাসিন্দা। আহতরা হলেন রহিম মহম্মদ (৪০) এবং বিপুল রায় (৩৪)।
স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের পাটাতন (সাটারিং) খোলার কাজ চলছিল। সেই পাটাতন খুলতে গিয়েই বিপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেপটিক ট্যাঙ্কের ভিতরে প্রথমে এক জন নামলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ট্যাঙ্কের ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে এর পর তাঁকে উদ্ধার করতে পর পর আরও তিন জন কর্মী তাতে নামেন। তবে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের উদ্ধার করতে এ বার মুখে গামছা-কাপড় বেঁধে উদ্ধারকাজে নামেন এলাকাবাসীরা। অসুস্থদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তড়িঘড়ি অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় হাফিজুর রহমান নামে এক গ্রামবাসী বলেন, 'আমরা তখন জমিতে কাজ করছিলাম, আচমকাই চিৎকার শুনে ছুটে আসি। দেখি সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে এই বিপত্তি। মনে হয় ভিতরে গ্যাস জমে ছিল।'
প্রসঙ্গত, সেপটিক ট্যাঙ্কে সাফাইয়ের কাজে নেমে এর আগেও দুর্ঘটনা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এর আগে ডুয়ার্সেও প্রায় একই ভাবে মারা গিয়েছেন সাফাইকর্মীরা। তবুও বাড়েনি বাড়তি সতর্কতা। টনক নড়েনি প্রশাসনের। এমনই মত ওয়াকিবহাল মহলের।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে মৃত দুই, আশঙ্কাজনক আরও দুই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement