Premananda Maharaj Life Tips: 'দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি', স্বীকারোক্তি মহিলার! আর্তি শুনে কী বললেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই মহিলা ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে স্বীকার করে নেন, সারা জীবনে অন্তত দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি৷ আর এই কৃতকর্মের জন্যই এখন অনুশোচনায় ভুগছেন ওই মহিলা৷
বৃন্দাবন: বৃন্দাবনের সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজ তাঁর আধ্যাত্মিক বাণী এবং জীবন দর্শনের জন্য ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয়৷ জীবনের কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সঠিক পথপ্রদর্শনের জন্য অনেকেই প্রেমানন্দ মহারাজের দ্বারস্থ হন৷ সম্প্রতি এক মহিলা ভক্তও মানসিক টানাপোড়েনের অবসান ঘটাতে প্রেমানন্দ মহারাজের কাছে হাজির হন৷
ওই মহিলা ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে স্বীকার করে নেন, সারা জীবনে অন্তত দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি৷ আর এই কৃতকর্মের জন্যই এখন অনুশোচনায় ভুগছেন ওই মহিলা৷ ওই মহিলা প্রেমানন্দ মহারাজকে বলেন, এখনও পর্যন্ত অন্তত দেড়শো জন পুরুষের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে৷ এই কারণেই আমার নিজেকে পাপী মনে হয়৷ দয়া করে আমাকে সঠিক পথ দেখান৷
advertisement
advertisement
মহিলার এই স্বীকারোক্তি শুনে প্রেমানন্দ মহারাজ বলেন, তোমার উপরে ঈশ্বর কৃপা করেছেন৷ এখনও পর্যন্ত তুমি শুধুমাত্র জীবনে উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হয়েছো, সুখের সন্ধান পাওনি৷ এই পরিস্থিতিতে তুমি শুধু ভগবানের নাম করো এবং নিজের মধ্যে সংযম আনো৷ তাহলেই তুমি আরও ভাল একজন মানুষ হিসেবে নিজেকে ভাল মানুষ হিসেবে উন্নীত করতে পারবে৷
advertisement
প্রেমানন্দ মহারাজের এই পরামর্শের মধ্যে যেমন সহমর্মিতা রয়েছে, সেরকমই এই পরামর্শের মধ্যে দিয়ে বহুগামিতার কারণে শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে৷ গুরুগ্রামের সিকে বিড়লা হাসপাতালের ইন্টার্নাল মেডিসিনের বিভাগীয় প্রধান চিকিৎসক তুষার দয়াল বলেন, যাঁরা কোনওরকম একাধিক সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাঁদের এইডস-এর মতো এসটিডি বা যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে৷
advertisement
এই ধরনের মানুষের এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, গনোরিয়া, সিফিলিস, এইচপিভি, যৌনাঙ্গে হারপিসের মতো সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ প্রথম অবস্থায় অনেকের মধ্যেই এই সমস্ত রোগের উপসর্গ স্পষ্ট হয় না৷ কিন্তু রোগ যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন তা ধরা পড়ে৷ অনেকের ক্ষেত্রে যৌনাঙ্গে ঘা, চুলকুনি, অস্বস্তি দেখা দেয়৷ কারও কারও ক্ষেত্রে প্রস্রাব করতে গিয়ে সমস্যা দেখা দেয়, যৌনাঙ্গ থেকে রক্তপাত বা তলপেটে ব্যথা শুরু হয়৷
advertisement
ওই চিকিৎসক জানিয়েছেন, এইডস, এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি-এর মতো রোগ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে বহুক্ষেত্রেই চিকিৎসা করেও ফল পাওয়া যায় না৷ সময়ে চিকিৎসা না হলে এই ধরনের সংক্রমণ মস্তিষ্কেও ছ়ড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 8:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Premananda Maharaj Life Tips: 'দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি', স্বীকারোক্তি মহিলার! আর্তি শুনে কী বললেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ?