Premananda Maharaj Life Tips: 'দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি', স্বীকারোক্তি মহিলার! আর্তি শুনে কী বললেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ?

Last Updated:

ওই মহিলা ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে স্বীকার করে নেন, সারা জীবনে অন্তত দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি৷ আর এই কৃতকর্মের জন্যই এখন অনুশোচনায় ভুগছেন ওই মহিলা৷

প্রেমানন্দ মহারাজ৷
প্রেমানন্দ মহারাজ৷
বৃন্দাবন: বৃন্দাবনের সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজ তাঁর আধ্যাত্মিক বাণী এবং জীবন দর্শনের জন্য ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয়৷ জীবনের কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সঠিক পথপ্রদর্শনের জন্য অনেকেই প্রেমানন্দ মহারাজের দ্বারস্থ হন৷ সম্প্রতি এক মহিলা ভক্তও মানসিক টানাপোড়েনের অবসান ঘটাতে প্রেমানন্দ মহারাজের কাছে হাজির হন৷
ওই মহিলা ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে স্বীকার করে নেন, সারা জীবনে অন্তত দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি৷ আর এই কৃতকর্মের জন্যই এখন অনুশোচনায় ভুগছেন ওই মহিলা৷ ওই মহিলা প্রেমানন্দ মহারাজকে বলেন, এখনও পর্যন্ত অন্তত দেড়শো জন পুরুষের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে৷ এই কারণেই আমার নিজেকে পাপী মনে হয়৷ দয়া করে আমাকে সঠিক পথ দেখান৷
advertisement
advertisement
মহিলার এই স্বীকারোক্তি শুনে প্রেমানন্দ মহারাজ বলেন, তোমার উপরে ঈশ্বর কৃপা করেছেন৷ এখনও পর্যন্ত তুমি শুধুমাত্র জীবনে উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হয়েছো, সুখের সন্ধান পাওনি৷ এই পরিস্থিতিতে তুমি শুধু ভগবানের নাম করো এবং নিজের মধ্যে সংযম আনো৷ তাহলেই তুমি আরও ভাল একজন মানুষ হিসেবে নিজেকে ভাল মানুষ হিসেবে উন্নীত করতে পারবে৷
advertisement
প্রেমানন্দ মহারাজের এই পরামর্শের মধ্যে যেমন সহমর্মিতা রয়েছে, সেরকমই এই পরামর্শের মধ্যে দিয়ে বহুগামিতার কারণে শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে৷ গুরুগ্রামের সিকে বিড়লা হাসপাতালের ইন্টার্নাল মেডিসিনের বিভাগীয় প্রধান চিকিৎসক তুষার দয়াল বলেন, যাঁরা কোনওরকম একাধিক সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাঁদের এইডস-এর মতো এসটিডি বা যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে৷
advertisement
এই ধরনের মানুষের এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, গনোরিয়া, সিফিলিস, এইচপিভি, যৌনাঙ্গে হারপিসের মতো সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ প্রথম অবস্থায় অনেকের মধ্যেই এই সমস্ত রোগের উপসর্গ স্পষ্ট হয় না৷ কিন্তু রোগ যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন তা ধরা পড়ে৷ অনেকের ক্ষেত্রে যৌনাঙ্গে ঘা, চুলকুনি, অস্বস্তি দেখা দেয়৷ কারও কারও ক্ষেত্রে প্রস্রাব করতে গিয়ে সমস্যা দেখা দেয়, যৌনাঙ্গ থেকে রক্তপাত বা তলপেটে ব্যথা শুরু হয়৷
advertisement
ওই চিকিৎসক জানিয়েছেন, এইডস, এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি-এর মতো রোগ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে বহুক্ষেত্রেই চিকিৎসা করেও ফল পাওয়া যায় না৷ সময়ে চিকিৎসা না হলে এই ধরনের সংক্রমণ মস্তিষ্কেও ছ়ড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Premananda Maharaj Life Tips: 'দেড়শো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি', স্বীকারোক্তি মহিলার! আর্তি শুনে কী বললেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement