ঝালমুড়ি খেলেই মৃত্যু ! পড়ে দেখুন

Last Updated:

হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ পার্কে, স্কুল, কলেজে, সিনেমা হলে আর ঝালমুড়ি একদম নয় ৷ তাহলেই নির্ঘাত মৃত্যু ৷ ব্যাপারটা কি ? একথা বলছেন ডাক্তাররাই ৷ তা ঝালমুড়ি হঠাৎ কী দোষ করল? ডাক্তাররা বলছেন, দোষটা ঝালমুড়ি নয়, গোটা শয়তানিটাই করছে, ঝালমুড়ি ঠোঙা ! ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক ৷

#কলকাতা: হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ পার্কে, স্কুল, কলেজে, সিনেমা হলে আর ঝালমুড়ি একদম নয় ৷ তাহলেই নির্ঘাত মৃত্যু ৷ ব্যাপারটা কি ? একথা বলছেন ডাক্তাররাই ৷ তা ঝালমুড়ি হঠাৎ কী দোষ করল? ডাক্তাররা বলছেন, দোষটা ঝালমুড়ি নয়, গোটা শয়তানিটাই করছে, ঝালমুড়ি ঠোঙা ! ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক ৷
খবরের কাগজে থাকে একধরণের কেমিক্যাল ৷ খাবারের সঙ্গে সেই কেমিক্যাল মিশে, একধরণের বিষে রূপান্তরিত হয় ৷ যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক ৷ দেখে নিন কী কী হতে পারে, খবরের কাগজে মোড়া খাবার খেলে ৷
খবরের কাগজে খবর ছাপানোর জন্য এক বিশেষ কেমিক্যালে মিশ্রিত কালি ব্যবহার করা হয় ৷ যা কিনা খাবারের সঙ্গে মিশে যায় ৷ এই কেমিক্যালের থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি ৷
advertisement
advertisement
শুধু ক্যানসার নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফুসফুস ও কিডনিও ৷
খবরের কাগজের কালিতে ক্ষতি হয় আপনার লিভারেরও ৷ হজম শক্তি লোপ পায় ৷ এমনকী, অনেক সময় হরমোন নিঃসরণেও সমস্যা সৃষ্টি করে খবরের কাগজের এই কালি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝালমুড়ি খেলেই মৃত্যু ! পড়ে দেখুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement