West Bardhaman News: বাঁশ নয়, প্লাস্টিকের পাইপ দিয়ে বাঁশি তৈরি করে তাক লাগালেন আসানসোলের জিতেন

Last Updated:

প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি বাঁশি, এলাকায় চর্চা শুরু হয়েছে জিতেনকে নিয়ে

+
প্লাস্টিকের

প্লাস্টিকের পাইপের বাঁশি 

আসানসোল: বাঁশি শব্দটার মধ্যেই লুকিয়ে আছে একটা আলাদা অনুভূতি। আনন্দ, দুঃখ, প্রেম-বিরহ, বেদনা…সব অনুভূতিই প্রকাশ করা যায় বাঁশি সুরে। বাঁশি সাধারণত বানানো হব বাঁশ দিয়ে। কিন্তু এবার  পাইপ দিয়ে বাঁশি তৈরি করে তাক লাগালেন আসানসোলের জিতেন।
জিতেন লুই দত্ত। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ৫০ নম্বর ওয়ার্ডের আপার চেলিডাঙা এলাকায়। পেশায় তিনি রবীন্দ্র ভবনের অস্থায়ী সাউন্ড-অপারেটর কর্মী। কিন্তু বাঁশির নেশা সেই ছোট থেকেই।
জিতেনের তৈরি পাইপের বাঁশির সুরে মুগ্ধ হয়েছে স্থানীয়রা। তিনি একান্তই খেলার ছলে প্লাস্টিকের পাইপ দিয়েই তৈরি করেন বাঁশি আর সেই বাঁশিই তাঁকে দিল পরিচিতি। তাঁকে ঘিরে জোর চর্চা এলাকায়। জিতেন বলেন, ছোট থেকেই টিভি, রেডিও দেখে-শুনে বাঁশির সুর রপ্ত করি। সেটাই তখন নেশা ছিল।  দেখে এসেছি কীভাবে বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশি। ভাবলাম যদি প্লাস্টিকের পাইপ দিয়ে বাঁশি তৈরি করা যায়…! শুরু করলাম কাজ। বিভিন্ন স্কেল এর বাঁশি আছে। জি, ই লার্জ, ই স্মল, সি স্কেল। গানের ক্ষেত্রে সি এবং ডি স্কেল লাগে, ক্লাসিক্যাল গান জি স্কেলে হয়।” তিনি আরও বলেন, বাইশে শ্রাবণ রবীন্দ্র ভবনের একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন।
advertisement
advertisement
কীভাবে তৈরি হল প্লাস্টিকের বাঁশি? প্রথমে একটি প্লাস্টিকের পাইপ নিতে হবে। দেখে নিতে হবে যাতে সেটি খুব মোটা বা খুব সরু না হয়। এর পর হ্যান্ড ড্রিল দিয়ে নির্দিষ্ট জায়গা গুলিতে ফুটো করতে হবে। এইভাবে বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি করা হয়।
 রিন্টু পাঁজা 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Bardhaman News: বাঁশ নয়, প্লাস্টিকের পাইপ দিয়ে বাঁশি তৈরি করে তাক লাগালেন আসানসোলের জিতেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement