Weekend Destination: শান্তিনিকেতনের কাছেই আছে একটুকরো ‘পুরী’! জানতেন? এ বার উইকএন্ডে বেড়াতে গেলে মিস করবেন না

Last Updated:

Weekend Destination: বোলপুরে রয়েছে একাধিক দর্শনীয় জায়গা তার মধ্যে রয়েছে উত্তরায়ণ, রবীন্দ্র জাদুঘর, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বোলপুর কঙ্কালীতলা মন্দির, আমার কুটির,সৃজনী শিল্প গ্রাম, এবং আরও অন্যান্য জায়গা

+
সৃজনী

সৃজনী শিল্প গ্রাম 

সৌভিক রায়, বীরভূম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকরা এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন। আর বীরভূমে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আর সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠ ভ্রমণের পর অনেকেই ছুটে যান বোলপুর শান্তিনিকেতন আবার অন্যদিকে বোলপুর শান্তিনিকেতন প্রথম ভ্রমণের পর অনেকেই ছুটে আসেন বীরভূমের তারাপীঠ মা তারার দর্শনে।
আর এই বোলপুরে রয়েছে একাধিক দর্শনীয় জায়গা তার মধ্যে রয়েছে উত্তরায়ণ, রবীন্দ্র জাদুঘর, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বোলপুর কঙ্কালীতলা মন্দির, আমার কুটির,সৃজনী শিল্প গ্রাম, এবং আরও অন্যান্য জায়গা। তবে পর্যটকরা এই সমস্ত দর্শনীয় স্থান দেখার পর পৌঁছে যান বোলপুর সোনাঝুরির হাটে। মূলত পর্যটকদের কাছে এই হাট এখন অন্যতম জনপ্রিয় এক জায়গা।
advertisement
তবে আপনার যদি এই হাট ঘুরে ফেলা হয় তাহলে আপনি সেখান থেকে অবশ্যই একবার ঘুরে আসুন সৃজনী শিল্পগ্রাম। উত্তর পূর্ব ভারতের সব সংস্কৃতির ছোঁয়া পাবেন।এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব-সহ তাঁদের জীবনযাত্রা দেখানো হয়েছে। এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েেছ বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে।
advertisement
advertisement
আরও পড়ুন :  সাক্ষী শিলাবতী, পাঁজরে ইতিহাসের গন্ধ মাখা এই জমিদার বাড়িতে ৪০০ বছর ধরে পড়ে দুর্গাপুজোর শামিয়ানা
আর এখানে গেলেই দেখতে পাবেন আপনি এক টুকরো পুরী। কারণ সেখানে রয়েছে জগন্নাথ মন্দিরের প্রতীকী নিদর্শন। যেখানে রয়েছে একদম পুরীর মন্দিরের আদলে ছোট্ট একটি মন্দির এবং জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তাই এবার যদি আপনি বোলপুর আসেন তাহলে এই জায়গা যেতে একদমই ভুলবেন না। মাত্র কিছু টাকার টিকিট কেটেই আপনি এখানে অনেকটা সময় কাটাতে পারবেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: শান্তিনিকেতনের কাছেই আছে একটুকরো ‘পুরী’! জানতেন? এ বার উইকএন্ডে বেড়াতে গেলে মিস করবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement