বিয়ে বাড়ি? চট করে চুল বেঁধে তাক লাগিয়ে দিন এই ভাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
রইল চটজলদি চুল বাঁধার কায়দা। যা একাই সেরে ফেলা যাবে সহজে।
#কলকাতা: সদ্য একটা বিয়ের মাস পেরিয়ে গেল। প্রায় প্রতি সন্ধ্যাই ছিল কারও না কারও নিমন্ত্রণ। আবার আগামী মাস থেকে শুরু হয়ে যাবে নিমন্ত্রণের পর্ব। আর বিয়ে বাড়ির সাজ মানেই সকলের থেকে আলাদা হওয়ার ইচ্ছে। অথচ, সব কাজ সেরে বিয়ে বাড়ি যাওয়ার জন্য হাতে সময়ও কম থাকে।
তাই রইল চটজলদি চুল বাঁধার কায়দা। যা একাই সেরে ফেলা যাবে সহজে। নিমন্ত্রিত তো বটেই। চাইলে এমন একটা চুল বেঁধে নিতে পারেন কনেও। অন্তত যে সব কনে চিরাচরিত প্রথায় বিয়ে করতে বা সাজতে পছন্দ করেন না, তাঁরা তো বটেই।
গোলাপ বিনুনি—
advertisement
যদি কেউ তাঁর চুল স্ট্রেট বা কার্ল করতে চান বা ব্লো করতে চান তা হলে অবশ্যই প্রথমে একটি হিট প্রটেকট্যান্ট সেরাম বা স্প্রে ব্যবহার করে নেওয়া উচিত।
advertisement
এই চুলের কায়দাটি করা খুবই সহজ।
আরও পড়ুন: তৈলাক্ত ত্বক বলে দুঃখ পান! জানুন জ্যাকলিন কী ভাবে রূপ আগুন জ্বালিয়ে রাখেন!
প্রথমে আমরা যেমন করে সামনের চুল পিছনে নিয়ে বেঁধে ফেলি তেমন করে আঁচড়ে চুল পিছনে নিয়ে বেঁধে ফেলতে হবে। মনে রাখতে হবে এটা হবে অর্ধেকটা চুলে।
নিচের অংশের চুল একেবারে খোলা থাক।
advertisement
এবার অর্ধেক চুল যেটা বাঁধা হয়েছে, সেটাতে একটা হালকা বিনুনি বেঁধে ফেলতে হবে। বিনুনির নিচেও ভাল করে গার্ডার এঁটে নিতে হবে।
আঙুল দিয়ে বিনুনির প্রতিটি স্ট্র্যান্ড একটু একটু করে ফাঁপিয়ে নিতে হবে। দেখতে অনেকটা ফোলা লাগবে।
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!
গোটা বিনুনিটাই গোল করে পেঁচিয়ে খোপার মতো করে মাথার পিছনে আটকে নিতে হবে ববি পিন দিয়ে। একেবারে পোঁটলা পাকিয়ে ফেললে হবে না। তাই করে পিন দিয়ে দিয়ে আটকে নেওয়াই ভাল। দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো লাগবে।
advertisement
এবার নিচের খোলা অংশের চুলটা ভাল করে আঁচড়ে নিতে হবে। ইচ্ছে হলে স্ট্রেটনার ব্যবহার করা যেতে পারে। বা কার্লিংও করে নেওয়া যায়।
উপরের গোলাপ খোঁপায় পছন্দ মতো কোনও অ্যাকসেসারি বা তাড়া ফুল লাগিয়ে নেওয়া যেতে পারে। ফুল লাগালে একটু নিচু করে লাগানোই ভাল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2022 5:46 PM IST

