শীতের বিদায়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির সমস্যা, কীভাবে বাঁচাবেন আপনার শিশুকে, জেনে নিন

Last Updated:

এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, জেনে নিন

#কলকাতা: দ্রুত পালটাচ্ছে আবহাওয়া। সকালে ঠান্ডা। দিন গড়াতেই গরম। সন্ধে ফের হালকা শীত। পারদের ওঠানামায় ঘরে ঘরে বাড়ছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আবহাওয়ার খামখেয়ালিপনা কিভাবে মোকাবিলা করবেন? উপায় জানালেন চিকিৎসকরা।
ধুম জ্বর। সর্দি-কাশি। সঙ্গে শ্বাসকষ্ট, পেটের সমস্যা। ১৫ দিন ধরে পার্ক সার্কাসের সাড়ে ৩ বছরের শিশু ভরতি ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থে।
পাশের বেডেই ভাইরাল ফিভারে ছটফট করছে বন্ডেলগেটের ৪ বছরের ছোট্ট মেয়ে।
advertisement
শুধু হাসপাতাল নয়। ঘরে ঘরে বাড়ছে রোগ। চিকিৎসকেরা বলছেন, বেখেয়ালি আবহাওয়ায় বাড়ছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা। পারদের ওঠানামার প্রভাব পড়ছে শরীরে। তাপমাত্রার হঠাৎ হঠাৎ বদলের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারছে না শরীর। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও প্রবীণরা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
advertisement
সুস্থ থাকায় উপায়
- শ্বাসকষ্টে হলে সময়মত ইনহেলার নিতে হবে
-ইনহেলার ডোজ মিস করা যাবে না
- গরম লাগলেও আইসক্রিম বা ঠান্ডা জল খাওয়া উচিত নয়
--বাইরের মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত
চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সতর্ক থাকুন। আর জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীতের বিদায়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির সমস্যা, কীভাবে বাঁচাবেন আপনার শিশুকে, জেনে নিন
Next Article
advertisement
Human Washing Machine: জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
জামাকাপড়ের মতোই ধুয়ে দেবে শরীর, মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন বানিয়ে ফেলল জাপানি সংস্থা!
  • মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন তৈরি করল জাপানি সংস্থা৷

  • হিউম্যান ওয়াশিং মেশিন তৈরি করেছে সায়েন্স নামে সংস্থা৷

  • ১৫ মিনিটের মধ্যেই পরিষ্কার করিয়ে শরীর শুকিয়ে দেবে এই যন্ত্র৷

VIEW MORE
advertisement
advertisement