সমুদ্রের মধ্যে থেকে ফণা তুলে রয়েছ বীভৎস বড় সাপ! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিওর ভিউ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এত বড় সাপ কখনও দেখেননি!!!
#কলকাতা : ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই রাজ করছে ৷ এখন দেশ জুড়ে নয়া ট্রেন্ড Tiktok ভিডিও ৷ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনি সেলিব্রিটি হন বা অন্য কিছু আপনিই পারফরমার ৷ যারা ভিউয়ার তারাও চেটেপুটে নিচ্ছে আপনার পারফরম্যান্সের স্বাদ ৷ মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যাচ্ছে ৷ এখন তাই ট্রেন্ডিং টিকটক ভিডিও দেখার চাহিদাও তুঙ্গে ৷
নেহাতই বিনোদনের উদ্দেশ্যে তৈরি এইসব ভিডিও এখন কাঁপায় সোশ্যাল মিডিয়া ৷ তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বিশ্বাস করতেও অসুবিধা হচ্ছে ৷
ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে ৷ আর সমুদ্রের যে প্রান্তটি দেখা যাচ্ছে সেখানে বিশালকৃতির ফণা তোলা সাপ রয়েছে ৷ সেই সাপ আবার ফোঁসফোঁসও করছে ৷ অন্যদিকে এই ফোঁসফোঁসানির সঙ্গে যুক্ত রয়েছে সমু্দ্রের ঢেউ ৷ সেই সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে ৷ আর সকলে ভয় পেয়ে পরিমরি করে সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছে ৷
advertisement
advertisement
Tiktok -র এই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ, শেয়ার ও লাইকের সংখ্যা ৷ মিস্টার বিক্কেরাজ নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ভিডিও ভাইরাল হয়ে রয়েছে ৷ এই মুহূর্তে ভিডিওটির লাইকের সংখ্যা প্রায় ১৪ লক্ষ ৷
advertisement
দেখে নিন সাপের ভিডিও, Viral Tiktok ভিডিও
@mrbikkeerajbhai log sach mein hai ♬ original sound - mrbikkeeraj
আরও দেখুন
Location :
First Published :
January 21, 2020 11:14 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সমুদ্রের মধ্যে থেকে ফণা তুলে রয়েছ বীভৎস বড় সাপ! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিওর ভিউ