corona virus btn
corona virus btn
Loading

সমুদ্রের মধ্যে থেকে ফণা তুলে রয়েছ বীভৎস বড় সাপ! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিওর ভিউ

সমুদ্রের মধ্যে থেকে ফণা তুলে রয়েছ বীভৎস বড় সাপ! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিওর ভিউ
Photo- Tiktok Video

এত বড় সাপ কখনও দেখেননি!!!

  • Share this:

#কলকাতা : ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই রাজ করছে ৷ এখন দেশ জুড়ে নয়া ট্রেন্ড Tiktok ভিডিও  ৷ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনি সেলিব্রিটি হন বা অন্য কিছু আপনিই পারফরমার ৷ যারা ভিউয়ার তারাও চেটেপুটে নিচ্ছে আপনার পারফরম্যান্সের স্বাদ ৷ মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যাচ্ছে ৷ এখন তাই ট্রেন্ডিং টিকটক ভিডিও দেখার চাহিদাও তুঙ্গে ৷

নেহাতই বিনোদনের উদ্দেশ্যে তৈরি এইসব ভিডিও এখন কাঁপায়  সোশ্যাল মিডিয়া ৷ তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বিশ্বাস করতেও অসুবিধা হচ্ছে ৷

ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে ৷ আর সমুদ্রের যে প্রান্তটি দেখা যাচ্ছে সেখানে বিশালকৃতির ফণা তোলা সাপ রয়েছে ৷ সেই সাপ আবার ফোঁসফোঁসও করছে ৷ অন্যদিকে এই ফোঁসফোঁসানির সঙ্গে যুক্ত রয়েছে সমু্দ্রের ঢেউ ৷ সেই সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে ৷ আর সকলে ভয় পেয়ে পরিমরি করে সেই জায়গা ছেড়ে চলে  যাচ্ছে ৷

আরও পড়ুন - #USvsIRAN : টার্গেট মার্কিন দূতাবাস, বাগদাদের গ্রিন জোনে হামলা

Tiktok -র এই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ, শেয়ার ও লাইকের সংখ্যা ৷ মিস্টার বিক্কেরাজ নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে  ভিডিও ভাইরাল হয়ে রয়েছে ৷ এই মুহূর্তে ভিডিওটির লাইকের সংখ্যা প্রায় ১৪ লক্ষ ৷

দেখে নিন সাপের ভিডিও, Viral Tiktok ভিডিও

@mrbikkeerajbhai log sach mein hai ♬ original sound - mrbikkeeraj
আরও দেখুন
Published by: Debalina Datta
First published: January 21, 2020, 11:14 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर