corona virus btn
corona virus btn
Loading

বিয়ের পর বোনকে বিদায় করার সময় দাদা যা করলেন, দেখুন Viral Tiktok ভিডিও

বিয়ের পর বোনকে বিদায় করার সময় দাদা যা করলেন, দেখুন Viral Tiktok ভিডিও
Photo- Tiktok/ Video Grab

#Viral: বিয়ের সময় এরকম ছবি সাধারণত দেখা যায় না...

  • Share this:

#মুম্বই : বিয়ে - একটা জীবনের বড় পর্যায় ৷ মানুষের জীবনে সাধারণত এই পর্যায়টি কখনও না কখনও আসেই ৷ সাধারণ নিয়ম মেনে বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুর বাড়ি যান ৷  এই সময় মনও খুব ভারাক্রান্ত থাকে ৷ এতদিন যে মেয়ে তিলতিল করে বাড়িতে বড় হয়ে উঠেছে এখন থেকে তাঁর ঠিকানা অন্য ৷ মেয়েদের মনেও এক অদ্ভুত অনুভূতি চলতে থাকে ৷ জীবনের একটা অধ্যায় বদলে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করে জীবন ৷ এই অবস্থায় বিদাই ঘিরে একটি কান্নার আবহ থাকে ৷

তবে সম্প্রতি একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এই চেনা পরিচিত ছবিটা বদলে গেছে ৷ আসলে এখন দিনকাল অনেকটা বদলেছে, যেখানে মেয়েরা আর শ্বশুরবাড়ি গেলে শুধু সেখানেরই হয়ে থাকে না ৷ এখন দুটি পরিবার নিয়ে একসঙ্গে জীবনের পথে এগিয়ে যায় ৷ তাই এখন মেয়েরা মনের আনন্দে নিজের বিয়েতে নাচে, হাসতে হাসতে শ্বশুর বাড়ি যায় ৷

আরও পড়ুন - অনস্ক্রিনে চুমু থেকে নগ্নতা- না করে দিয়েছেন বলিউডের এই ‘Hot’ তারকারা

এবার দেখা গেল কীভাবে ভাই নিজের বোনকে বিদাই করছেন ৷ হাসতে হাসতে তিনি বলছেন , ‘যা যা তাড়াতাড়ি যা ’ শুরুতে দেখা যাচ্ছে জামাই মাথা নিচু করে পা ছুঁচ্ছেন ৷ তারপর একজন তরুণ নববধূকে বলছে যা যা তাড়াতাড়ি যা৷ এরপর বোন যখন যাচ্ছে তখন গোটা পরিবারের মুখে হাসি ভর্তি ৷ ভাই আবার বলছেন একবার পিছন ঘুরে দেখে তো নে ৷ বোন দেখছে কিনা সেটা দেখা না গেলেও ভাইয়ের ভঙ্গিতে বোঝা যাচ্ছে বোন তাঁর ভাইয়ের কথা রাখল ৷

এই ভিডিওটি আশু সাইনি নামের একটি Tiktok হ্যান্ডেল থেকে আপলোড হয়েছিল ৷ যার ভিউ লক্ষ লক্ষ ৷ এই অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা প্রায় ১৯ হাজার ৷ এই ভিডিও প্রচলিত বিয়ের বিদায়ের দৃশ্য ভেঙে দিয়ে এক নতুন ট্রেন্ড তৈরি করেছে ৷ যেখানে হাসতে হাসতে নতুন জীবনের অধ্যায়ে প্রবেশ করেছেন ৷

আরও দেখুন

Published by: Debalina Datta
First published: December 11, 2019, 10:21 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर