Washing Clothes: সাদা জামায় হলুদ ছোপ? ডিটারজেন্টে মেশান এইসব জিনিস, নিমেষে ভ‍্যানিশ জামাকাপড়ের দাগ

Last Updated:

জামা কাপড়ে দাগ তুলতে শুধুমাত্র নামিদামি ডিটারজেন্ট পাউডার নয় আপনি এই কয়েকটা জিনিস ব্যবহার করুন আর সঙ্গে সঙ্গেই ফল মিলবেন আপনার।

সাদা জামায় হলুদ ছোপ? ডিটারজেন্টে মেশান এইসব জিনিস, নিমেষে ভ‍্যানিশ জামাকাপড়ের দাগ
সাদা জামায় হলুদ ছোপ? ডিটারজেন্টে মেশান এইসব জিনিস, নিমেষে ভ‍্যানিশ জামাকাপড়ের দাগ
দক্ষিণ ২৪ পরগনা: বিয়ে বাড়ি ও বা যে কোন অনুষ্ঠানে বাঙালির সাজ পোশাকের বাহার চিরকাল। নিজের কোনও আত্মীয় হোক বা বন্ধু-বান্ধব বিয়ে বাড়িতে গেছেন একটু দামি জামা কাপড় পরে। আর তাতে কোনও খাবার পড়ে গেছে। দফারফা সাদার জামার। আর আপনি মাঝেমধ্যেই খেয়াল করছেন যেই জামা কাপড়ে কোনও ভাবে কোনও কিছুর দাগ না লেগে যায়। আর যদি সাদা পোশাক হয় তাহলে তো আর কথাই নেই।
বিয়ে বিয়ে বাড়িতে আনন্দে করার মাঝেমধ্যেই আপনার পোশাকের উপর শুধু শুধু চোখ পড়ে যাচ্ছে। কখন কী দাগ লেগে যায়। তার উপরে একটু ভালমন্দ খাওয়ার সময় আপনাকে নিজের পোশাকটি বাঁচিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর এইসব চিন্তা এক নিমেষেই দূর হতে পারে। মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করলে।
advertisement
advertisement
শুধুমাত্র নামিদামি ডিটারজেন্ট পাউডার নয় আপনি এই কয়েকটা জিনিস ব্যবহার করুন আর সঙ্গে সঙ্গেই ফল মিলবেন আপনার। আর তাই বিয়ে বাড়িতে বা যে কোনও অনুষ্ঠানে আপনি নির্ভাবনায় চলাফেরা করতে পারবেন। যদি কোনওভাবে খেতে গিয়ে বা কোনও কিছু করতে গিয়ে হঠাৎই আপনার জামা কাপড়ে যদি দাগ লেগে যায় তাহলে কীভাবে তুলে দেবেন জেনে নিন।
advertisement
আপনার বাড়িতে ব্যবহার করার যে কোন ডিটারজেন্ট পাউডার এর সঙ্গে ভিনিগার ও লেবুর রস, হালকা গরম জলে কিছুটা হালকা অ্যামোনিয়া ঢেলে দিন৷ তারপর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর ভাল করে কেচে ধুয়ে নিলেই আপনার পোশাক একেবারে নতুনের মতো হয়ে যাবে৷
সুমন সাহা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Washing Clothes: সাদা জামায় হলুদ ছোপ? ডিটারজেন্টে মেশান এইসব জিনিস, নিমেষে ভ‍্যানিশ জামাকাপড়ের দাগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement