Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
West Bardhaman News: কংক্রিটের রাস্তা হওয়ায় বাড়ছে পর্যটকদের সংখ্যা, বেড়েছে বন্য জীবজন্তু,গড় জঙ্গলে আসার আগে জেনে নিন বেশ কিছু নিয়মাবলী
দুর্গাপুর: পিকনিক ও বেড়াতে যাওয়ার মৌসুমে গভীর গড়জঙ্গলে আসবেন ভাবছেন? আসার আগে অবশ্যই জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এখানে বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষার্থে রয়েছে বর্ধমান বন দফতরের একাধিক বিধিনিষেধ ও সতর্কতা।গড়জঙ্গলে এসে গানবাজনা, হইচই, আনন্দ উল্লাস সহ আনন্দে মেতে উঠলেও সতর্ক থাকতে হবে অবশ্যই। জঙ্গলের পথে যেতে যেতে চোখে পড়বে শব্দ, বায়ু ও প্রকৃতি দূষণ রুখতে একাধিক বিজ্ঞপ্তি। পর্যটকদের সতর্ক করতে ইতিমধ্যেই জঙ্গলের ভিতরে প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি। এবং ওই গভীর জঙ্গলে কী কী বন্য জীবজন্তু রয়েছে তারও ছবি ও নাম স্পষ্ট করে দেওয়া হয়েছে।
পাশাপাশি বন ও বন্য জীবজন্তু সহ পর্যটকদের সুরক্ষায় বন দফতরের আধিকারিক থেকে কর্মীদের রয়েছে কড়া নজরদারিও। ব্লক ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকে অবস্থিত এই গভীর গড় জঙ্গল৷ ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরের মুচিপাড়া থেকে জয়দেব ঘাট যাওয়ার প্রধান রাস্তার পাশেই রয়েছে এই জঙ্গলে প্রবেশের মূল রাস্তা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
প্রধান রাস্তা থেকে ছ’ কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে প্রথমেই দর্শন হবে ঐতিহ্যবাহী শ্যামরুপা দুর্গা মন্দিরের। এই মন্দিরের অদূরে রয়েছে আরেকটি পর্যটন স্থান দেউল। বনদফতরের অধীনে থাকা এলাকায় চাইলেও উন্নয়ন করা কঠিন ছিল। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে বিভিন্ন দফতরের অনুমোদন মেলায় চলতি বছরে তৈরি হয়েছে রাস্তা। জঙ্গলের ভিতর দিয়ে দু’টি রাস্তা তৈরি হয়েছে। মূল রাস্তা থেকে একটি রাস্তা এসেছে শ্যামরূপা মন্দিরে অন্য রাস্তাটি মন্দির থেকে দেউল পর্যন্ত। মোট ১০ কোটি টাকা ব্যয়ে পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি হয়েছে।
advertisement
এক সময় লাল মাটির বেহাল রাস্তা থাকায় পর্যটকদের আনাগোনা কম ছিল। ফলে বন ও বন্যপ্রাণীদের সুরক্ষা নিয়ে বিশেষ চাপ ছিল না বন দফতরের। কিন্তু রাস্তা পাকা হওয়ায় ইতিমধ্যেই পর্যটক তথা ভ্রমণপিপাসু মানুষের আনাগোনা ব্যাপক হরে বেড়ে গিয়েছে। যার কারণে বন ও বন্যপ্রাণীর সুরক্ষার বিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে বর্ধমান বন দফতর। বন দফতরের দাবি, পাকা রাস্তা হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার গড় জঙ্গলে পর্যটকদের সংখ্যা বেড়েছে। পাশাপাশি জঙ্গলে বন্য জীবজন্তুর সংখ্যাও কয়েকগুন বেড়েছে। তাই গড় জঙ্গলে বেড়াতে এলে মানতে হবে বেশ কিছু বিধি নিষেধ।
advertisement
আরও পড়ুন Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন।প্রথমেই বলা হয়েছে জঙ্গলের রাস্তায় ধীরে গাড়ি চালান।
গাড়ির হর্ন অযথা ব্যবহার করবেন না।জঙ্গলের ভেতরে গাড়ি পার্কিং ও পিকনিক করা নিষিদ্ধ। জঙ্গলে ধূমপান করে জলন্ত বিড়ি – সিগারেট ফেলবেন না। জঙ্গলের পাতায় আগুন ধরাবেন না। এছাড়াও একাধিক বিধিনিষেধ সাইনবোর্ডে দিয়ে সতর্ক করা হয়েছে। ওই জঙ্গলে নেকড়ে, শেয়াল, হরিণ, বন শুয়োর, গন্ধগোকুল ও বিষধর সাপখোপ সহ রয়েছে প্রচুর ময়ূর।
advertisement
দীপিকা সরকার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,West Bengal
First Published :
December 08, 2025 7:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
