Bizarre: ২ সন্তানের দেখভালের জন্য ন্যানি চাই! ৮০ লক্ষ টাকা বেতন দেবেন মার্কিন রাজনীতিক বিবেক রামস্বামী

Last Updated:

Viral: ভারতীয় বংশোদ্ভূত এই ধনকুবের ও তাঁর স্ত্রী অপূর্ব টি রামস্বামীর দুই পুত্রসন্তানের বাবা মা৷ ওই দুই খুদের দেখাশোনার জন্য রামস্বামী দম্পতি ভারতীয় ৮০ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক দিতে রাজি

 দুই খুদের দেখাশোনার জন্য রামস্বামী দম্পতি ভারতীয় ৮০ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক দিতে রাজি৷
দুই খুদের দেখাশোনার জন্য রামস্বামী দম্পতি ভারতীয় ৮০ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক দিতে রাজি৷
আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে উজ্জ্বল নাম বিবেক রামস্বামী তাঁর সন্তানদের দেখভালের জন্য ন্যানি খুঁজছেন বলে জানা গিয়েছে৷ ভারতীয় বংশোদ্ভূত এই ধনকুবের ও তাঁর স্ত্রী অপূর্ব টি রামস্বামীর দুই পুত্রসন্তানের বাবা মা৷ ওই দুই খুদের দেখাশোনার জন্য রামস্বামী দম্পতি ভারতীয় ৮০ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক দিতে রাজি৷ সব তথ্য জানা যাচ্ছে একটি রিক্রুটমেন্ট স্টাফিং ওয়েবসাইট থেকে৷
ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাচ্চাদের দেখাশোনার জন্য যিনি নিযুক্ত হবেন তাঁকে সপ্তাহে ৮৪ থেকে ৯৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হবে৷ সাপ্তাহিক এক দিন তিনি সবেতন পূর্ণ ছুটি পাবেন৷ বাসভবনের রন্ধনশিল্পী, হাউসকিপার, নিরাপত্তাকর্মী-সহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কর্মরতদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ দেখতে হবে যাতে দুই শিশুর রোজনামচা নির্বিঘ্ন থাকে৷ পাশাপাশি সন্তানদের খেলার জায়গা, খেলনা, পোশাক পরিচ্ছদ-সহ অন্যান্য দিকেও যেন মসৃণতা বজায় থাকে, সেদিকেও নজর রাখতে হবে নিযুক্ত ন্যানির৷
advertisement
advertisement
বিজ্ঞাপনে এটা বলা হয়নি কে সন্তানদের দেখাশোনার জন্য উপযুক্ত লোক চাইছেন৷ তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই বিজ্ঞাপন রামস্বামী দম্পতির তরফেই দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত মার্কিন রাজনীতির মানচিত্রে এখন উল্লেখযোগ্য নাম রিপাবলিকান পার্টির বিবেক গণপতি রামস্বামী৷ আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের নির্বাচনে জো বাইডেনের সঙ্গে রামস্বামীর কড়া প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা আছে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre: ২ সন্তানের দেখভালের জন্য ন্যানি চাই! ৮০ লক্ষ টাকা বেতন দেবেন মার্কিন রাজনীতিক বিবেক রামস্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement