corona virus btn
corona virus btn
Loading

সোনালি চুল, সাহসী পোশাক, হিন্দি গানে দুর্দান্ত ঢাকে তাল তুললেন মহিলা! পুজোর মরশুমে ভিডিও ভাইরাল

সোনালি চুল, সাহসী পোশাক, হিন্দি গানে দুর্দান্ত ঢাকে তাল তুললেন মহিলা! পুজোর মরশুমে ভিডিও ভাইরাল
Photo Courtesy: Facebook

পুজো মন্ডপের ঢ্যাংকুরাকুর নয়, ঢাকের তালে হিন্দি গান!

  • Share this:

#কলকাতা: দুর্গাপুজো কি ঢাক ছাড়া হয়? একেবারেই না৷ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকের তাল বলতে পুজো মন্ডপের ঢ্যাংকুরাকুর বাদ্যির কথাই মনে পড়ে৷ কিন্তু তাই বদলে গেল এক মহিলার ছন্দের জাদুতে৷ তিনি ঢাকের তালে কোমর দোলাতে বাধ্য করলেন সুন্দরী৷ তিনি নিজেও যেমন সুন্দর সেজেছিলেন, বাদ্যটিকেও সুন্দরভাবে সাজিয়ে ছিলেন৷ ঢাকের চারিদিকে ঝুলছিল ঝালর৷ এবং তাতেই একের পর এক হিন্দি গানের সঙ্গে যোগ্যসঙ্গত দিচ্ছিলেন তিনি৷ ব্যাস৷ এই ভিডিওটি সামনে আসতেই ছড়িয়ে পড়ল হুহু করে৷

আরও পড়ুনবিয়ের ছবি পোস্ট করে আবেগতাড়িত বুম্বাদা, স্ত্রী অর্পিতাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা

পুরুষ ঢাকি পাশাপাশি মহিলা ঢাকিদেরও এখন কলকাতার বাজারে দেখা যায়৷ কিন্তু এমন স্টাইলিশ ঢাকির জুড়ি মেলা ভার৷ অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন এই ভেবে যে তাদের পাড়ার মন্ডপেও যদি এমন এক ঢাকিকে পাওয়া যেত! আপাতত এই সুন্দরী ঢাকির তালে তালে নাচুন আপনিও!

First published: October 2, 2019, 10:53 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर