corona virus btn
corona virus btn
Loading

স্বামীর উপর রাগ করে শাশুড়ির কোলে চেপে কান্না বৌমার! মুহূর্তে ভাইরাল ভিডিও

স্বামীর উপর রাগ করে শাশুড়ির কোলে চেপে কান্না বৌমার! মুহূর্তে ভাইরাল ভিডিও

নিজের মায়ের মতোই শাশুড়ির কোলে উঠে ফুঁপিয়ে কাঁদতে থাকেন বৌমা । শাশুড়ি-বৌমার সম্পর্কের মিষ্টি রসায়ন এখন ভাইরাল ।

  • Share this:

#কলকাতা: জীবনযাত্রায় অনেক স্বাধীন হয়েছি আমরা, স্বাবলম্বী হয়েছে আশেপাশের সমাজ, আধুনিক হয়েছে সম্পর্ক । তবু আজও পণের দাবিতে শ্বশুরবাড়িতে অত্যাচার, শাশুড়ি-বৌমার বিষাক্ত সম্পর্ক, অশান্তি-ঝামেলা-বিচ্ছেদ অনেক কিছুর কথাই শোনা যায় ।

কিন্তু সেই শাশুড়ি-বৌমার মধ্যেই এক অন্যরকম সম্পর্কের বন্ধন দেখাল সোশ্যাল মিডিয়া । সবসময়ই বলা হয় শাশুড়ি মা কখনওই নিজের মা হয়ে উঠতে পারেন না । কিন্তু এই ভিডিও দেখলে প্রচলিত সেই ধারনা মিথ্যে প্রমাণিত হবেই ।

স্বামীর উপর রাগ করেছিল মেয়েটি । রাতে খেতে যেতেও চাননি । এরপরেই বৌমার রাগ ভাঙাতে ময়দানে নামেন স্বয়ং শাশুড়ি মা । বৌমা’কে কোলে তুলে নেন তিনি । আর নিজের মায়ের মতোই শাশুড়ির কোলে উঠতে কোনও দ্বিধাও দেখাননি বৌমা । মায়ের ঘাড়ে মুখ গুঁজে কাঁদতে থাকেন । ভিডিও-তে শোনা যায়, এতেও অসন্তুষ্ট হচ্ছেন ওই মহিলার স্বামী । কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না শাশুড়ি-বৌমার । মা আর মেয়ের এই ব্যক্তিগত পরিসরে যেন কারও প্রবেশের অধিকার নেই ।

Published by: Simli Raha
First published: July 18, 2020, 9:31 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर