দেশে আজ নারীরা প্রতি পদক্ষেপে বিপন্ন ৷ সকালে সংবাদ মাধ্যমের পাতা খুললেই কন্যাভ্রূণ হত্যা, বধূ নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা নজরে পড়বেই ৷ যেখানে আজও মেয়েরা নিরাপদ নয়, যেখানে আজও অধিকারের জন্য লড়তে হয় মেয়েদের, যেখানে জন্মের আগেই বহু শিশুকন্যা চিরতরে হারিয়ে যায়... সে দেশেই আবার নারীকে দেবী জ্ঞানে পুজো করা হয়...সেখানেই আবার এক বাবা-মেয়ের সম্পর্ক দেখে বাহবায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেন নেটিজেনরা ৷সম্প্রতি এমনই এক ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে ধরা পড়েছে এক বাবা আর এক মেয়ের খুনসুটিতে ভরা সম্পর্ক ৷ বাবা সেজেছেন রক্তবীজ ৷ যাঁকে বধ করেছিলেন মা দুর্গা ৷ বাবার খালি গা...এক হাতে ঢালরূপী থালা, অন্য হাতে ব্যাডমিন্টন র্যাকেট...চোখে মোটা কাজল, কানে দুল, গলায় হার ৷ এক্কেবারে খাঁটি মহিষাসূর হয়ে উঠেছেন তিনি ৷ অন্যদিকে খুদে মেয়ে পরেছে লাল পেড়ে হলুদ শাড়ি...সঙ্গে মা দুর্গার মতো সাজ ৷ মেয়ের হাতে আবার মিছিমিছি তলোয়ার অর্থাৎ খুন্তি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।