বাবা সাজলেন রক্তবীজ, মেয়ে দুর্গা...বাবা-মেয়ের মহিষাসুর মর্দিনীতে ‘বধ’ হলেন নেটিজেনরা

Last Updated:

প্রতিটা ঘরে যেন এমন মেয়েই জন্মায় ৷ যাঁরা আসলে কন্যারূপে একেকটা দুর্গা হয়ে উঠবে ৷

দেশে আজ নারীরা প্রতি পদক্ষেপে বিপন্ন ৷ সকালে সংবাদ মাধ্যমের পাতা খুললেই কন্যাভ্রূণ হত্যা, বধূ নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা নজরে পড়বেই ৷ যেখানে আজও মেয়েরা নিরাপদ নয়, যেখানে আজও অধিকারের জন্য লড়তে হয় মেয়েদের, যেখানে জন্মের আগেই বহু শিশুকন্যা চিরতরে হারিয়ে যায়... সে দেশেই আবার নারীকে দেবী জ্ঞানে পুজো করা হয়...সেখানেই আবার এক বাবা-মেয়ের সম্পর্ক দেখে বাহবায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেন নেটিজেনরা ৷
সম্প্রতি এমনই এক ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে ধরা পড়েছে এক বাবা আর এক মেয়ের খুনসুটিতে ভরা সম্পর্ক ৷ বাবা সেজেছেন রক্তবীজ ৷ যাঁকে বধ করেছিলেন মা দুর্গা ৷ বাবার খালি গা...এক হাতে ঢালরূপী থালা, অন্য হাতে ব্যাডমিন্টন র‍্যাকেট...চোখে মোটা কাজল, কানে দুল, গলায় হার ৷ এক্কেবারে খাঁটি মহিষাসূর হয়ে উঠেছেন তিনি ৷ অন্যদিকে খুদে মেয়ে পরেছে লাল পেড়ে হলুদ শাড়ি...সঙ্গে মা দুর্গার মতো সাজ ৷ মেয়ের হাতে আবার মিছিমিছি তলোয়ার অর্থাৎ খুন্তি ৷
advertisement
মহালয়ার সকালে টিভির পর্দায় ঠিক যেভাবে মহিষাসূরবধ দৃশ্যায়িত হয় সেভাবেই বিষয়টি ফুটিয়ে তুলেছেন বাবা-মেয়ে ৷ বাবা মুখে ডায়লগ বলে চলেছেন সমানে ৷ মেয়েও কম যায় না ৷ শেষ পর্যন্ত রক্তবীজের বুকে খুন্তি গেঁথে তাঁকে বধ করে দুর্গা ৷
advertisement
প্রতিটা ঘরে যেন এমন মেয়েই জন্মায় ৷ যাঁরা আসলে কন্যারূপে একেকটা দুর্গা হয়ে উঠবে ৷ কয়েকদিনেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ এখনও পর্যন্ত ১০ হাজার শেয়ার ও প্রায় ১০ হাজার লাইক পেয়েছে বাবা-মেয়ের এই দুষ্টু মিষ্টি ভিডিও ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাবা সাজলেন রক্তবীজ, মেয়ে দুর্গা...বাবা-মেয়ের মহিষাসুর মর্দিনীতে ‘বধ’ হলেন নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement