#মুম্বই: রোজা। এই ছবি দেখেননি এমন মানুষ কোথায়। কিছু ভাল ছবি তৈরি হয়ে থেকে যায়। মনে জায়গা করে নেয় নিজের গুনে। অরবিন্দ স্বামী ও মধু অভিনীত এই ছবি একটা মাইলস্টোন। তবে শুধু এই ছবি নয় এই ছবির গানও থেকে যাবে চীরকালের হয়ে।
এই ছবিরই একটি জনপ্রিয় গান 'দিল হ্যায় ছোটা সা"। সেই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মেয়ে। থাকেন মুম্বইতে। নাম উর্বশী ভাদুরি। বাঙালি মেয়ে। তার মিষ্টি গলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েক হাজার ছাড়িয়েছে ভিউ। শুনুন সেই গান।