Viral Pic: সূর্যমুখী ফুলের মাঝে লুকিয়ে আছে একটা মৌমাছি, দেখুন তো আপনি খুঁজে পান কী না...

Last Updated:

এই ছবিতে সূর্যমুখী ফুলের মাঝে লুকিয়ে আছে একটি মৌমাছি। দেখুন তো, সেই মৌমাছিকে খুঁজে পান কি না।

#কলকাতা: যবে থেকে লকডাউন শুরু হয়েছে, ট্যুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, 'ব্রেইনটিজার' (Viral)! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। এই যেমন এই ছবিতে সূর্যমুখী ফুলের মাঝে লুকিয়ে আছে একটি মৌমাছি। দেখুন তো, সেই মৌমাছিকে খুঁজে পান কি না।
ভাইরাল হওয়া এই ছবিতে সূর্যমুখী ফুলের রাশি! সেখানেই লুকিয়ে একটা মৌমাছি! অনেক সময় চোখের ভুলে সামনে থাকা জিনিস আমরা দেখতে পাই না, এই ছবির ক্ষেত্রেও সেই ভ্রম হচ্ছে যা টপকে মৌমাছি খোঁজা বিশাল একটা চ্যালেঞ্জ! নেটিজেনদের অনেকেই মৌমাছিকে খুঁজে পেয়েছেন, কেউ বা খুঁজতে হিমশিম খাচ্ছেন। দেখে নিন, কোথায় লুকিয়ে রয়েছে মৌমাছি-টা।
advertisement
advertisement
চিরাবাঘ খুঁজে বের করার একাধিক চ্যালেঞ্জ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে! চিতাবাঘের ক্যামোফ্লাজ হওয়ার অসাধারণ দক্ষতা কার না জানা! এই যেমন এই ছবিটায় দেখা যাচ্ছে মাটির খুঁড়ে স্তূপ করে রাখা, সামনে একটি গাছ। গোটা গাছ নয়, শুধু কাণ্ডটুকুই দেখা যাচ্ছে। এই ছবির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আস্ত একটা চিতাবাঘ! কোথায়? খুঁজতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা! অনেকে খুঁজে বের করে সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করছেন, অন্যদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, অনেকে আবার ডাহা ফেল! সত্যিই কিন্তু ছবিতে ক্যামোফ্লাজ হয়ে লুকিয়ে রয়েছে চিতাবাঘ। দেখুন তো আপনি খুঁজে পান কি না...
advertisement
এই ছবিতে কী নিপুণভাবে লুকিয়ে রয়েছে চিতা! খুঁজতে গিয়ে মাথা ঘুরে যাওয়ার যোগাড়! তবে অনেকেই কিন্তু খুঁজে পেয়েছেন বাঘমামাকে! কোথায় বলুন তো? গাছের গুঁড়ির পিছনে ডাঁই করে রাখা মাটির মধ্যেই ক্যামোফ্লাজ করে রয়েছে চিতাবাঘটি! এই দেখুন--
advertisement
মাটির রং আর চিতাবাঘের রং মিলেমিশে একাকার! খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তবে বুঝতে পারবেন!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Pic: সূর্যমুখী ফুলের মাঝে লুকিয়ে আছে একটা মৌমাছি, দেখুন তো আপনি খুঁজে পান কী না...
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement