Viral Tea Shop: ছেড়েছেন মডেলিং, এয়ার হোস্টেসের চাকরি! বিক্রি করছেন চা, দোকানে ক্রেতা বাড়ছে হু-হু করে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Viral Tea Shop: অল্প দিনেই হাওড়ার অঙ্কুরহাটিতে ভাইরাল দিদির রাশিয়ান চায়ের দোকান The Amo chai & More From Ghosal's Kitchen। অল্পদিনেই দারুন জনপ্রিয়তা এই দোকানের। সন্ধ্যা নামলেই মানুষের ভিড়ে ঠাসা পিয়ালিদির চা দোকান।
হাওড়া: অল্প দিনেই হাওড়ার অঙ্কুরহাটিতে ভাইরাল দিদির রাশিয়ান চায়ের দোকান The Amo chai & More From Ghosal’s Kitchen। অল্পদিনেই দারুন জনপ্রিয়তা এই দোকানের। সন্ধ্যা নামলেই মানুষের ভিড়ে ঠাসা পিয়ালিদির চা দোকান। চা বিক্রেতার ভূমিকায় একজন অল্পবয়সী মহিলা, তাও আবার ফুটপাতে একটি ছোট্ট চা দোকান। মহিলাদের সাধারণভাবে বেছে নেওয়া জীবনজীবিকা থেকে বেরিয়ে এসে অন্য কিছু ভাবনা। হাওড়ার পাপিয়া এমন উদ্যোগ কেন নিল, সে বিষয়ে যেমন মানুষের কৌতূহল রয়েছে। তেমনি আবার এই চা বিক্রেতার ভূমিকায় মহিলাকে শুনতে হয় নানা কটুক্তি।
আরও পড়ুনঃ চায়ে মেশাচ্ছেন দুধ-চিনি? শরীরে কী হচ্ছে জানেন? ডায়াবেটিস সমস্যা থাকলে কিন্তু সাবধান! টিপস বিশেষজ্ঞের
চা খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা একেবারেই কম। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের সঙ্গে এক কাপ চা না হলে যেন দিনই শুরু হয় না। শুধু সকাল কেন বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা অফিসের মিটিং এক কাপ চা হলে যেন আমেজটাই বদলে দেয়। চা সকলের অত্যন্ত পছন্দের একটি পানীয়। দিনে একাধিকবার আমরা চা খেয়ে থাকি |
advertisement
advertisement
আর এই মানুষের নিত্যদিনের ভালবাসার জিনিস অল্প বাজেটে ব্যবসা করতে চাকেই বেছে নিয়েছে আশুতোষ কলেজের প্রাক্তন ছাত্রী হাওড়ার পাপিয়া ঘোষাল। আর রাশিয়ান ভাষায় আমি চা ভালবাসি সেই নামেই রেখেছেন ‘The Amo chai’ নামে তাঁর দোকান। অভিনেত্রী থেকে চা দোকানি, ভাইরাল রাশিয়ান দিদির এই চায়ের দোকানে বিকেল থেকেই জনসমুদ্র নামে। সকল মানুষের কথা ভেবে ৭ টাকা থেকে শুরু এলাচি চায়ের দাম। পরবর্তীকালে চায়ের সঙ্গে আরও নানা আইটেম রাখার কথা বলেন ভাইরাল চা দিদি।
advertisement
২০১৫ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্কুল অফিসিয়াল চাকরিতে যোগদান। স্কুল স্কুলে চাকরি করার সঙ্গে মডেলিং এ যোগদান। চাকরির সঙ্গে কয়েক বছর মডেলিং করার পর হাতে সেভাবে কাজ মিলছে না। এরপর ২০১৮ সালে এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স করেন। তারপর বিভিন্ন এয়ারওয়েজ কোম্পানিত চাকরির জন্য আবেদন। শেষমেষ কাতার এয়ারওয়ে সিলেকশন ২০২০ সালে দুর্ভাগ্যবশত চাকরিতে সিলেকশনের পরেই লকডাউন। এরপর হোটেল সেলস ও পি আর কাজে যোগ দেওয়া। তারপর বাবার মৃত্যু জীবনে আরও কঠিন সময়। পরিবারের হাল ধরতে তাই বাধ্য হয়ে চা বিক্রেতার পথ বেছে নিয়েছেন হাওড়ার পিয়ালী।
advertisement
আরও পড়ুনঃ চায়ে মেশাচ্ছেন দুধ-চিনি? শরীরে কী হচ্ছে জানেন? ডায়াবেটিস সমস্যা থাকলে কিন্তু সাবধান! টিপস বিশেষজ্ঞের
বিগত দিনের তাঁর নানা পেশা ছেড়ে এমন উদ্যোগ কেন সে বিষয়ে জানান ভাইরাল চা দিদি। মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা পাপিয়ার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। একটি মেয়ে হয়ে হঠাৎ চায়ের দোকান খোলাকে ভাল চোখে দেখেনি সমাজ। তাও সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একা কিছু করে দেখাতে চায় হাওড়ায় পাপিয়া।
advertisement
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 7:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Tea Shop: ছেড়েছেন মডেলিং, এয়ার হোস্টেসের চাকরি! বিক্রি করছেন চা, দোকানে ক্রেতা বাড়ছে হু-হু করে