Viral Chaiwala from Pakistan: রাতারাতি ভাইরাল হন! সেই পাকিস্তানি চাওয়ালা এখন কোথায়? কী করছেন? জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Chaiwala from Pakistan: ২০১৬ সালে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি৷ আলোকচিত্রী জিয়া আলি তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর জিরো থেকে হিরোর তকমা পেয়েছিলেন পাকিস্তানের নীলচক্ষু চাওয়ালা৷
২০১৬ সালে রাতারাতি সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি৷ আলোকচিত্রী জিয়া আলি তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর জিরো থেকে হিরোর তকমা পেয়েছিলেন পাকিস্তানের নীলচক্ষু চাওয়ালা৷ ৭ বছর পর ফের শিরোনামে ফিরে এসেছেন চাবিক্রেতা আরশাদ খান৷ এখন লন্ডনেও একটি ক্যাফের মালিক তিনি৷ অতীতে ভাইরাল হওয়া এই তরুণ ইস্ট লন্ডনের ইলফর্ড এলাকায় একটি ক্যাফে খুলেছেন৷ মূলত ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি প্রধান এই এলাকায় আরশাদের ক্যাফে খুবই জনপ্রিয়৷ ট্রাক আর্ট, দেশজ ছবিতে এই ক্যাফে সাজানো হয়েছে ধাবার মতো করে৷
লন্ডনে তাঁর রেস্তরাঁর খবর জানিয় আরশাদ বলেন, ‘‘লন্ডনের ক্যাফেতে আমি নিজের হাতে অনুরাগীদের চা তৈরি করে দিতে উদগ্রীব৷ লন্ডনে আসার অসংখ্য আমন্ত্রণ পেয়েছি৷ আমাদের প্রথম আন্তর্জাতিক চায়ের ক্যাফে খুলে গিয়েছে লন্ডনের ইলফোর্ড লেনে৷ অনুরাগীদের ঘিরে উন্মাদনা তুঙ্গে৷ দুরানি ব্রাদার্সের সঙ্গে হাত মিলিয়ে এই ক্যাফে শুরু করলাম ওই এলাকায়৷ কারণ বসবাসকারী ভারতীয় ও পাকিস্তানিরা চা খেতে খুবই ভালবাসেন৷ আমি নিজে খুব শীঘ্র লন্ডনে যাব৷’’
advertisement
advertisement
advertisement
সাত বছর আগে ভাইরাল হওয়ার পর অজস্র অভিনয় এবং মডেলিংয়ের অফার পান আরশাদ৷ বিনোদন দুনিয়ায় সংক্ষিপ্ত পদচারণার পর চাবিক্রির ব্যবসাকেই আপন করে নেন আরশাদ৷
২০২০ সালে ইসলামাবাদে ‘ক্যাফে চায়ওয়ালা রুফটপ’ নামে প্রথম ক্যাফে খোলেন তিনি৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘চায়ওয়ালা’ নাম তাঁর খুবই পছন্দ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 4:21 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Chaiwala from Pakistan: রাতারাতি ভাইরাল হন! সেই পাকিস্তানি চাওয়ালা এখন কোথায়? কী করছেন? জানলে চমকে যাবেন