Viral Biriyani: আনলিমিটেড বিরিয়ানি! যত খুশি মটন, চিকেন কষা আরও কত কী! অবিশ্বাস্য কম দামে পুজোয় জমিয়ে খান
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Viral biriyani : শুধু বিরিয়ানি নয় সঙ্গে থাকছে অনেক খাবার! এত সস্তায় পাবেন ভাবতেও পারছেন না! পুজোর স্পেশাল ভোজ! মিস করবেন না
চাকদহ: পুজো মানেই হই হুল্লোড় আনন্দ আর তার পাশাপাশি খাওয়া-দাওয়া। গোটা বছর ধরে ডায়েট মেন্টেন করা হলেও পুজোর পাঁচটা দিনে সমস্ত ডায়েট ভুলে সমস্ত বাঙালি যেন মেতে ওঠে বিভিন্ন ধরনের রকমারি সুস্বাদু খাবার খাওয়ার জন্য। আর জেলায় একাধিক রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকান থাকলেও চাকদহের ‘একান্ত আপন’-এর নাম এখন মোটামুটি সকলেরই পরিচিত।
চাকদা স্টেশন থেকে দুই নম্বর প্লাটফর্মে নেমেই পাঁচ মিনিটের হাঁটা পথ। রাস্তার সামনে যা চকচকে দ্বিতল রেস্তোরাঁ। সম্পূর্ণ বাতানুকূল পরিবেশে ভেতরে ঢুকলেই বিরিয়ানির গন্ধে ম ম করছে সমগ্র জায়গা। ৫০০ গ্রাম থেকে শুরু করে বারোশো গ্রামের মটন রান বিরিয়ানি কিম্বা গোটা খাসির বিরিয়ানির ভিডিও মোটামুটি সকলেরই একবার করে দেখা হয়ে গিয়েছে।এবার পুজো উপলক্ষে পুজোর স্পেশাল বিশেষ কিছু মেনু নিয়ে আসল চাকদহের এই রেস্তোরাঁ।
advertisement
advertisement
১৭৫০ টাকায় থাকছে হাফ প্লেট চিকেন তন্দুরি, চিকেন কষা এক প্লেট, দু পিস বাটার নান, চারটে কোল্ড ড্রিঙ্কস সহ চারজনের আনলিমিটেড বিরিয়ানির রাইস, আলু সহ আট পিস মটন। এবং এই একই আইটেম থাকছে ছয়জনের জন্য যেটির দাম পড়বে ৩১৫০ টাকা যার মধ্যে থাকছে দু কেজি মটন, সঙ্গে একটি মটন হান্ডি, তিন পিস বাটার নান, ছটি ফিশ ফ্রাই এবং আনলিমিটেড বিরিয়ানি রাইস আলু সঙ্গে কোলড্রিংক্স। স্পেশাল এই অফার তারা চালাবেন ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত জানালেন দোকানের কর্মকর্তা সুব্রত তালুকদার।
advertisement
আরও পড়ুন: নতুন জুতোয় পায়ে ফোস্কা! ঠাকুর দেখা মাটি? চিন্তা নেই! ফোস্কা আটকাতে জেনে রাখুন এই সহজ টিপস!
চাকদহের এই নাম ছড়িয়েছে সুদূর কলকাতা শহর রাজ্য এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। একাধিক তারকারা ইতিমধ্যেই এই রেস্তোরাঁতে খেয়ে গিয়েছেন এখানকার বিখ্যাত মটন বিরিয়ানি। এরপর তারা কলকাতা বারাসত বনগাঁসহ একাধিক জায়গায় তাদের শাখা রেস্তোরাঁ খুলতে চলেছেন বলেই জানালেন দোকানের মালিক ।
advertisement
Mainak Debnath
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 5:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Biriyani: আনলিমিটেড বিরিয়ানি! যত খুশি মটন, চিকেন কষা আরও কত কী! অবিশ্বাস্য কম দামে পুজোয় জমিয়ে খান