Non slimy Okra: ঢ্যাঁড়শ থেকে চটচটে ভাব ছাড়াতে নাজেহাল? রইল সহজ কিছু টিপস

Last Updated:

Vindi Cooking Tips: সাধারণত ঢ্যাঁড়শ ঢেকে রান্না করা উচিত নয়।

#নয়াদিল্লি: ভিন্ডি, ঢ্যাঁড়শ, লেডিসফিঙ্গার নাম যাই হোক না কেন, চ্যাটচ্যাটে ঢ্যাঁড়শ রাঁধতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় অনেককেই। পুষ্টিগুণে সমৃদ্ধ ঢ্যাঁড়শ (Non slimy Okra) খেতে যতই ভালো হোক না কেন, রান্না করার সময় আঠালোভাব থেকে গেলে মোটেও তা খেতে ভালো লাগে না। আঠালো ঢ্যাঁড়শ রাধতে গিয়ে ঘেঁটে গিয়ে জগাখিচুড়ি হয়ে যায়। এখানে রইল সেই কৌশলগুলি যাতে সহজেই আঠালোভাব ছাড়িয়ে রান্না করতে পারবেন।
ভিনিগারে ভিজিয়ে রাখুন
অনেকে বলেন ভিনিগার এবং জলের দ্রবণে (এক লিটার জলে এক কাপ ভিনিগার) এক ঘণ্টার জন্য ঢ্যাঁড়শ ডুবিয়ে রাখলে চটচটে ভাব (Non slimy Okra) কমে যায়। যদি হাতে অতিরিক্ত সময় থাকে তবে চ্রষ্টা করতে পারেন। কাটার আগে ভালো করে শুকিয়ে নেবেন।
advertisement
advertisement
হাত শুকনো রাখুন এবং ছুরি ব্যবহার করুন
ঢ্যাঁড়শ কাটার সময় খেয়াল রাখবেন আপনার হাত যেন শুকনো থাকে। এছাড়াও, ছুরি এবং কাটিং বোর্ড দুই’ই যেন শুকনো থাকা। কাটার সময় জল ব্যবহার করবেন না।
টক জাতীয় কিছু মেশান
রান্নার শেষে ঢ্যাঁড়শ যাতে চটচটে (Non slimy Okra) না হয় তা নিশ্চিত করার জন্য পাত্রে রান্নার ৫-১০ মিনিট পরে পছন্দের রেসিপিটির উপর টক জাতীয় কিছু দিয়ে দিন। লেবুর রস, ভিনিগার, আমচুর, এমনকী তেঁতুলও ব্যবহার করা যেতে পারে। এতে চটচটে ভাব কমে, ঢ্যাঁড়শ খাস্তা হয়।
advertisement
ঢেকে রাখবেন না
সাধারণত ঢ্যাঁড়শ ঢেকে রান্না করা উচিত নয়। রান্না করার সময় থালা ঢেকে রাখলে বাষ্প বজায় থাকে এবং আর্দ্রতা বৃদ্ধি পায়। ফলে ঢ্যাঁড়শ আবার নরম চটচটে হয়ে যায়। তাই, ঢ্যাঁড়শ ভাজার সময় পাত্রে ঢাকা দিয়ে রাঁধবেন না।
advertisement
একেবারে শেষে নুন দিন
যতটা সম্ভব কম আর্দ্রতা বজায় রেখে ঢ্যাঁড়শ রান্না (Non slimy Okra) করা যায়, তারই উপায় হল এটি। সবজি হোক বা মাংস, নুন যেকোনও কিছু থেকে আর্দ্রতা বা জল বের করে। ঢ্যাঁড়শ থেকে তো আরও বেশিই পরিমাণে জল বেরোয়। তাই রান্নার পরে নুন দিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Non slimy Okra: ঢ্যাঁড়শ থেকে চটচটে ভাব ছাড়াতে নাজেহাল? রইল সহজ কিছু টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement