Cauliflower: যেমন রং, তেমনই পুষ্টিগুণ, কিন্তু কোন রঙের ফুলকপির কী গুণ জানেন?
Last Updated:
Cauliflower: সবুজ, কমলা, বেগুনি- যেমন রঙে, তেমনই পুষ্টিগুণে শরীর ভাল রাখতে অপরিহার্য ফুলকপি!
#নয়াদিল্লি: ক্রুসিফেরাস সবজি বা বাঁধাকপি পরিবারের সদস্য হিসাবে ফুলকপি একটি খুবই গুরুত্বপূর্ণ সবজি যা এশিয়া মাইনরে আবিষ্কার হয়েছিল এবং তুরস্কে প্রথম বন্য বাঁধাকপি থেকে চাষ করা হয়েছিল। এই সবজিটি ইউরোপে ১৬ শতকে জনপ্রিয় হয়ে ওঠে এবং আমেরিকাতে ২০ শতকের শুরুতে চাষ করা হয়। বর্তমানে, এই সবজিটি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, ভারত এবং চিনের মতো দেশে জন্মায়। যদিও দীর্ঘদিন ধরে পৃথিবী জুড়ে ফুলকপি রয়েছে, তবে বিগত কয়েক বছর ধরে পুষ্টিগুণের জন্য এটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সবজিটির স্বাদ কিছুটা মিষ্টি এবং বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এটির জনপ্রিয়তা কিটো ডায়েটের সঙ্গে আরও বেড়েছে। সবজিটি সাধারণত সাদা রঙের হলেও এটি সবুজ, বেগুনি এমনকি কমলা রঙেরও হয়। কিছু জায়গায় ফুলকপি হলুদ ও বাদামি রঙেও পাওয়া যায়। আর ফুলকপির সবচেয়ে ভালো বিষয় হল প্রত্যেক ধরনের ফুলকপিরই নিজস্ব স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে।
সবুজ ফুলকপি
এই ফুলকপিটি 'ব্রোকোফ্লাওয়ার' হিসাবেও পরিচিত। কারণ এটি ব্রকোলি এবং ফুলকপির মধ্যে একটি ক্রসবিড। সাদা ফুলকপির চেয়ে এটি মিষ্টি স্বাদের হয়। এই ফুলকপিটি অন্যান্য ধরনের চেয়ে ছোটো আকারের এবং সবুজ রঙের হয়। বাণিজ্যিকভাবে এই ফুলকপি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকেই সুলভ।
কমলা ফুলকপি
এই ফুলকপি শেডার ফুলকপি নামেও পরিচিত, এটি একটি হাইব্রিডাইজড ধরনের যা উজ্জ্বল কমলা রঙের হয়। ফুলকপিটিতে বিটা ক্যারোটিন নামে পরিচিত কমলা রঙ বেশি রয়েছে। এই ফুলকপি রান্না করার সময় এটির রঙ আরও উজ্জ্বল হয়।
advertisement
advertisement
বেগুনি ফুলকপি
এক্ষেত্রে সবজিটে বেগুনী রঙের সঙ্গে নীলাভ-সবুজ পাতা দিয়ে ঘেরা থাকে। সাদা ফুলকপির তুলনায়, বেগুনি ফুলকপি মাথা নরম এবং হালকা স্বাদের হয়। এই ফুলকপি অতি-স্বাস্থ্যকর এবং ভিটামিন ও খনিজে পূর্ণ। এই ধরনের ফুলকপিতে জলে দ্রবণীয় রঞ্জক থাকে যা রেড ওয়াইন এবং বাঁধাকপিতেও পাওয়া যায়।
advertisement
সাদা ফুলকপি
এটি সবচেয়ে পরিচিত ধরনের ফুলকপি এবং ভারতীয় বাজারে সর্বত্র দেখতে পাওয়া যায়। হোয়াইট ক্লাউড এবং আর্লি হোয়াইট হাইব্রিড সহ সাদা ফুলকপির অসংখ্য প্রকার রয়েছে কিন্তু সমস্ত ক্ষেত্রেই সাদা কুঁড়ি পাতায় ঘেরা থাকে। স্নোবল হল আরেকটি সাদা ফুলকপি যা ১৮৮৮ সালে উত্তর আমেরিকায় প্রথম পাওয়া গিয়েছিল। সাদা ফুলকপির অন্যান্য ধরনের মধ্যে রয়েছে স্নো কিং, হোয়াইট করোনা এবং স্নো ক্রো।
advertisement
ফুলকপির পুষ্টিগুণ
এটি একটি কম-ক্যালোরির সবজি যাতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন কে, সি এবং বি৬ সহ বেশ কিছু খনিজ পদার্থ রয়েছে। শুনতে অবাক লাগলেও এক কাপ ফুলকপিতে মাত্র ২৫ ক্যালোরি রয়েছে। শুধুমাত্র এই সবজিতে উপস্থিত ভিটামিন সি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর নির্ধারিত প্রতিদিনের খাবারের চাহিদার ৭৭ শতাংশ পূরণ করতে পারে। এটি আমাদের দৈনন্দিন ফাইবারের চাহিদার ১০ শতাংশ পূরণ করে এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। হার্টের স্বাস্থ্য থেকে শুরু করে হজমের উন্নতি তো বটেই, ফুলকপি বিভিন্ন ধরনের ক্যানসারও প্রতিরোধ করতে পারে।
Location :
First Published :
February 07, 2022 10:15 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cauliflower: যেমন রং, তেমনই পুষ্টিগুণ, কিন্তু কোন রঙের ফুলকপির কী গুণ জানেন?