Happy Kiss Day, Happy Valentines Week 2020: চুমু নিয়ে ১০ অজানা তথ্য

Last Updated:

একান্তে প্রিয় পুরুষালি ঠোঁট দুটির নিকোটিন স্বাদ পেতে চাননি, এমন নারীও খুঁজতে যাওয়া বোকামি ৷ প্রেমের প্রথম স্পর্শ তো চুমু ৷ কখনও চুমুতে শুরু, কখনও চুমুতেই শেষ ৷

#কলকাতা:‘ক্ষোভ হয়েছে, লোভ হয়েছে,বাদামী তার ঠোঁট...........’ | প্রেয়সীর বাদামী ঠোঁটে নজর আটকে কথা ভুলে যাননি এমন পুরুষ পাওয়া ভার ৷ অথবা একান্তে প্রিয় পুরুষালি ঠোঁট দুটির নিকোটিন স্বাদ পেতে চাননি, এমন নারীও খুঁজতে যাওয়া বোকামি ৷ প্রেমের প্রথম স্পর্শ তো চুমু ৷ কখনও চুমুতে শুরু, কখনও চুমুতেই শেষ ৷ ঠোঁটে কিনারে এসে আটকে থাকা কত কথাই তো আছড়ে পড়ে চুমুর মাধ্যমে ৷ গোলাপের পাপড়ির মতো ঠোঁটের আলগা স্পর্শে গলে গিয়েছে কত পাথর মন তার হিসেব নেই ৷ প্যাশনের প্রতিটা ফোঁটা চুঁইয়ে নামে, যখন দুটি পাগল মন একে অপরের ঠোঁটে আশ্রয় খুঁজতে চায় ৷ প্রেমের ভিজে ভিজে প্রথম চুমুর শুরুর মুহূর্ত থেকে শেষের মধ্যে লেখা হয়ে যায় নাবালক থেকে সাবালক হয়ে ওঠার আখ্যান ৷ চুমু নিয়ে এত কচকচানি কারণ আজকের দিনটা অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি উৎসর্গ করা হয়েছে ‘চুমু’ অর্থাৎ ‘কিস’ নামে ৷ কিন্তু এই চুড়ান্ত রোমান্টিক ‘চুমু’-এর পিছনে আছে অনেক মজার তথ্য ৷
১) জানেন কি, সাধারণত দুই-তৃতীয়াংশ মানুষ মাথা ডানদিকে হেলিয়ে কিস করেন ৷ বিখ্যাত পেন্টিং,ভাস্কর্য কিংবা সিনেমাতেও আমরা প্রেমিক-প্রেমিকাদেরও এইভাবেই কিস করতে দেখি ৷ বিজ্ঞানীরা বলছেন, গর্ভে থাকার সময় থেকেই আমরা চুমু খাওয়ার এই পদ্ধতি শিখে আসি ৷ কারণ- মায়ের গর্ভে শিশুদের মাথা ডানদিকে হেলানো থাকে ৷
২) চুমু খাওয়ার সময় মোট ১৪৬ টা মাসল কাজ করে ৷ এর মধ্যে ৩৪টা মুখের মাংসপেশী বাকিটা ভঙ্গিগত ৷
advertisement
advertisement
৩) আমাদের চুমু খাওয়ার ভঙ্গি অবিকল ৭৫ থেকে ১২৫ মিলিয়ন বছর আগেকার ইওমাইয়া স্ক্যানসোরিয়া ইঁদুরের মতো ৷ এই ইঁদুররা একে অপরের সঙ্গে নাক ঘষে নিজেদের যৌন অভিব্যক্তিকে প্রকাশ করত ৷
আরও পড়ুন

Happy Promise Day, Valentine Week 2020 : দিব্যি খেয়ে দিব্য থাকুন, ভালবাসায় তিন সত্যি !

৪) XOXO টাইপ করলেই স্ক্রিনে ফুটে ওঠে কিসিং স্মাইলি ৷ ইতিহাসবিদরা বলেন এর পিছনে আছে মানবসভ্যতার এক পুরোনো গল্প ৷ মধ্যযুগে নিরক্ষর মানুষেরা প্রেমের বার্তা পাটাতে হলে সিগনেচার হিসেবে X সাইনটি ব্যবহার করে তারপর ডকুমেন্টটিকে কিস করে সীল করতেন ৷
advertisement
৫) ১৪৩৯ সালে ১৬ জুলাই ইংল্যান্ডের তৎকালীন রাজা পঞ্চম হেনরি রোগ ছড়িয়ে পড়ার ভয়ে চুমু-কে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ৷ কথিত আছে,এই ঘোষণার পর তার রাজ্যে অরাজকতা তো দেখা গিয়েছিলই সঙ্গে রাজা নিজেও দীর্ঘকাল এরকম নিষেধাজ্ঞা পালন করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৷
৬) চুমু-র দেশ বলে স্বীকৃত ফ্রান্সে বিংশ শতাব্দীতে ট্রেনে কিস্ করা নিষিদ্ধ ছিল ৷ কারণ- কিস্ করতে গিয়ে ট্রেন থেকে উঠতে-নামতে যাত্রীরা দেরি করতেন ৷ এই কারণে সময়ের চেয়ে দেরিতে চলত ট্রেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জারি হয় নিষেধাজ্ঞা ৷
advertisement
৭) ভারতীয় সেন্সর বোর্ডের কারণে বন্ডের চুমুতে চলেছে কাঁচি ৷ টাইটানিক, স্পাইডারম্যান, কাসাব্লাঙ্কা, গন উইথ দ্য উইন্ডের মতো সিনেমায় কাল্ট হয়ে যাওয়া কিসিং সিন উপহার দেওয়া হলিউডেও চলেছিল চুমুর উপর সেন্সরের কালো কাঁচি ৷ ১৯৩০-এ সেন্সর বোর্ডের হেইজ কোড অনুসারে কাপলদের পর্দায় হরাইজন্টাল পজিশনে মানে একে অপরের উপর শুয়ে কিস করায় ছিল নিষেধাজ্ঞা ৷ এমনকী, বিবাহিত স্বামী-স্ত্রীকেও খাটে পাশাপাশি শুয়ে দেখানোর ক্ষেত্রেও অনেক শর্ত ছিল ৷ খাটে চুমুর দৃশ্য দেখাতে হলেও শর্ত ছিল, কাপলদের মধ্যের যে কোনও একজনের পা মাটিতে থাকতে হবে ৷ ওই কোড অনুযায়ী সর্বাধিক দীর্ঘ চুমুর সিন হতে পারে ৩ সেকেণ্ডের, তার বেশি কোনও মতেই না ৷ এত নিয়ম মেনেই চলত পর্দায় প্যাশনের বিস্ফোরণ ৷
advertisement
৮) একজন সাধারণ মানুষ তার পুরো জীবনের গড়পড়তা ২০,১৬০ মিনিট অর্থাৎ দু’সপ্তাহ সময় চুমুর পিছনে ব্যয় করেন ৷
৯) চুমু বিজ্ঞানকে বলে Philematology আর যারা Philematology নিয়ে পড়াশুনো করেন তাদের বলে Osculologists ৷ গোদা বাংলায় চুমু বিজ্ঞানী ৷
১০) চুমু বিজ্ঞান বলে মহিলারা নিজের ড্রিম পার্টনার খুঁজে পেতে অন্তত গড়ে ১৫ জন পুরুষকে কিস করেন ৷ কারণ- চুমুতেই লুকিয়ে আছে নারীর হৃদয়ের অন্তিম চাবিকাঠি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Kiss Day, Happy Valentines Week 2020: চুমু নিয়ে ১০ অজানা তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement