Valentine's Day Travel: ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে নিয়ে যান এই জায়গায়! কাপল ফ্রেন্ডলি দ্বীপে জমে উঠবে প্রেম
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Valentine's Day Travel: সামনেই শুরু হবে প্রেমের সপ্তাহ। এই প্রেমের সপ্তাহ বা ভ্যালেন্টাইন্স উইকের দিনগুলিতে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে!
দক্ষিণ ২৪ পরগনা: সামনেই শুরু হবে প্রেমের সপ্তাহ। এই প্রেমের সপ্তাহ বা ভ্যালেন্টাইন্স উইকের দিনগুলিতে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন মৌসুনি দ্বীপে। এই মৌসুনি আইল্যান্ড কাপলদের জন্য আদর্শ একটি জায়গা।শীতের বিদায়বেলায় হালকা কুয়াশা গায়ে মেখে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে দারুণ লাগবে এখান থেকে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরের ঢেউ, যা আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে কল্পনার জগতে।
পেশাগত ব্যস্ততা, সাংসারিক চাপ থেকে সাময়িক বিরতি নিয়ে খুব কম সময়ের জন্য অন্য জগতে পৌঁছে যেতে ঘুরে আসতেই পারেন মৌসুনি দ্বীপ থেকে। এখানে জোয়ারের সময় সমুদ্রের জলের উপরে তৈরি মাচায় থেকে সময় কাটানোর একটা আলাদা অনুভূতি রয়েছে। রাতে এই দ্বীপে তৈরি হয় এক নৈস্বর্গিক পরিবেশ। নিয়ন আলোয় মুড়ে যায় গোটা দ্বীপ। কাপলদের জন্য একদম আদর্শ এই দ্বীপ। এই দ্বীপের প্রধান আকর্ষণ হল এখানকার শান্ত সমুদ্র। জোয়ারের সময় জল একদম পাড়ের কাছে চলে আসে। তবে জলের বিক্রম নেই, ফলে ভয় নেই। ভাটার সময় জল একটু নীচে নেমে যায়। সেসময় সমুদ্রসৈকতে পর্যটকরা নিজেদের মনের মত করে ঘুরে বেড়ান।
advertisement
advertisement
এখানে যেতে হলে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নামতে হবে। এরপর সেখান থেকে টোটো অথবা ম্যাজিক ভ্যানে দুর্গাপুর-বাগডাঙ্গা ঘাট, পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতি ঘাটের মধ্যে যেকোনও একটি ঘাটে গিয়ে চিনাই নদী পেরিয়ে পৌঁছে যেতে পারেন মৌসুনিতে। এই দ্বীপে যারা ঘুরতে আসেন সকলের একটাই মত, এই দ্বীপ কাপলদের জন্য আদর্শ একটি জায়গা। ফলে ভ্যালেন্টাইন্স উইকে এই দ্বীপে ঘোরা যেন মিস না হয় আপনাদের। নির্দ্ধিধায় ঘুরে আসুন আপনিও, আর উপভোগ করুন অন্য একটি জগতকে।
advertisement
নবাব মল্লিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2025 11:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day Travel: ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে নিয়ে যান এই জায়গায়! কাপল ফ্রেন্ডলি দ্বীপে জমে উঠবে প্রেম









