Valentine's Day Tattoo: দুজনেই প্রেমে ভাসছেন এবার মিলন্তি হোক ট্যাটুর, দারুণ অফার এইখানে

Last Updated:

Valentine's Day Tattoo: প্রেমিক যুগলদের কথা ভেবে বিশেষ অফার নিয়ে আসল শিলিগুড়ির একটি ট্যাটু সংস্থা 'সি কে ট্যাটু।'

+
ভ্যালেন্টইন্স

ভ্যালেন্টইন্স ডে ট্যাটু 

শিলিগুড়ি: প্রেম দিবস উদ্‌যাপনের জন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গা সেজে উঠবে ভালবাসার ‘লাল’ রঙে। পরস্পরের প্রতি ভালোবাসা বোঝাতে প্রেমিক-প্রেমিকারা অনেক সময় অভিনব পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন। একসময় চিঠি লিখে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল খুবই সাধারণ। কেউ কেউ প্রবল ভালবাসা বোঝাতে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতেন। আজকাল প্রেমিক বা প্রেমিকাকে শুধু মনে নয়, শরীরেও চিরস্থায়ী জায়গা করে দিতে ট্যাটু করান অনেকেই।
কেউ সঙ্গীর নাম খোদাই করেন শরীরে, কেউ তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ভালোবাসার চিহ্ন। এবার তাই প্রেমিক যুগলদের কথা ভেবে বিশেষ অফার নিয়ে আসল শিলিগুড়ির একটি ট্যাটু সংস্থা ‘সি কে ট্যাটু।’
advertisement
সেবক রোডের একটি বেসরকারি শপিংমলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বসেছে ফ্লি মার্কেট। ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মার্কেট। সেই মার্কেটে নানা ধরনের স্টল নিয়ে পসরা সাজিয়েছেন বিভিন্ন দোকানিরা। তার মধ্যেই বিশেষ আকর্ষণীয় সি কে ট্যাটুর এই ট্যাটু স্টল। বিভিন্ন রকমের ফ্ল্যাশ ট্যাটু তারা মাত্র ৫০০ টাকাতেই করে দিচ্ছেন। এছাড়াও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমিক যুগলদের জন্য তারা নিয়ে এসেছে বিশেষ অফার। এই বিশেষ দিনে প্রেমিক প্রেমিকারা একসঙ্গে যদি ট্যাটু তৈরি করেন, তাহলে তাদের জন্য থাকবে বিশেষ ছাড়।
advertisement
ট্যাটু আর্টিস্ট প্রতীক রাই বলেন, ‘‘আমি দীর্ঘ ৮-৯ বছর ধরে এই ট্যাটু ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বিভিন্ন ধরনের ট্যাটু বানিয়ে থাকি আমাদের স্টুডিওতে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে তিনদিনের ফ্লী মার্কেট বসেছে। যেহেতু এই দিনটি প্রেমিক প্রেমিকাদের জন্য তাই তাদের কথা ভেবে এই তিনদিন ট্যাটু তৈরিতে বিশেষ অফার দিচ্ছি আমরা।’’
তিনি আশাবাদী বহু মানুষ ট্যাটু তৈরি করতে তাদের এখানে আসবেন ভালোবাসার দিনে নিজের পছন্দের মানুষকে ভালো উপহার দিতে হলে এটি কিন্তু দারুন সুযোগ। তাই দেরি না করে ট্যাটু বানাতে চলে আসতে হবে এই ঠিকানায়।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day Tattoo: দুজনেই প্রেমে ভাসছেন এবার মিলন্তি হোক ট্যাটুর, দারুণ অফার এইখানে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement